শায়েখ আসসালামু 'আলাইকুম,,, আমি ১নং প্রশ্নটি আগেও করেছিলাম, কিন্তু এখানে প্রশ্নটি আবার একটু ইডিট করে করা হয়েছে,,,শায়েখ প্লিজ আমার প্রশ্নটির সমাধান দিয়েন
১/শায়েখ আমি এক ব্যক্তিকে দিয়ে একটা কাজ করিয়েছিলাম,কিন্তু তাকে টাকা দেয়া হয়েছিল না, পরে অন্য দুজনকে টাকা দিই তাকে দেয়ার জন্য এবং তারাও টাকাটি পৌঁছে দেয়ার কথা বলে,, এখন আমি জানি না তারা ঐ ব্যক্তিকে টাকা দিয়েছে নাকি টাকা মেরে দিয়েছে,এখন সন্দেহ হচ্ছে তারা দুজন অর্ধেক অর্ধেক করে টাকাটি মেরে দিতে পারে কিন্তু আমি শিউর না, আমার কাছে কোনো প্রমাণও নেই,টাকা দেওয়ার আগেও সন্দেহ হয়েছিল এবং আমার এমনও মনে হতে পারে টাকা দেওয়ার আগে যে তারা যদি টাকা মেরে দেয় তাহলে এর দায় তাদের উপর বর্তাবে এবং পরকালে তাদের থেকে সওয়াব নিয়ে যে ব্যক্তি টাকা পাবে তাকে দিয়ে দিব ( একদম শিউর না মনে মনে বলেছিলাম কিনা টাকা দেওয়ার আগে),, এবং তাদের ভালোভাবে জিজ্ঞেস করে টাকাটা দিয়ে দিই এবং তারাও টাকা পৌঁছে দেওয়ার কথা বলে, এখন আমার করণীয় কি?শায়েখ খুব পেরেশানিতে আছি এটা নিয়ে
২/শায়েখ কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহিদ হয় এবং তার যদি ঋণ থাকে, যা তার পূর্বে বা পরে পরিশোধ করা হয়নি তাহলে কি তার কবরে আযাব হতে থাকে?,,,, যেতেতু হাদিস আছে,,, আবূ হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ঋণ পরিশোধ না করা পর্যন্ত মুমিনের রুহ ঋণের সঙ্গে লটকানো থাকে। (তিরমিজী, হাদিস: ১০৭৮; মেশকাত হাদিস: ২৯১৫) , এছাড়া একটি হাদিসে বলা হয়েছে যে,,,এক ব্যক্তির মৃত্যুর পর ঋণ পরিশোধ করার দায়িত্ব নিয়েছিল অন্য এক ব্যক্তি ,, কিন্তু সেই সময়েই পরিশোধ না করার কারণে তার কবরে আযাব হয়েছে,,, এ সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানতে চাই শায়েখ
৩/ এছাড়া শায়েখ কারো থেকে ইহকালে সুদ নিলে তাও কি পরকালে ঋণের অন্তর্ভুক্ত হবে?