আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
110 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (19 points)
اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ

অনলাইনে দ্বীনি মহলে এক পরিচিত বোন নিজের অসহায়ত্ব ও ঋণের বিবরণ পেশ করে নিজেকে যাকাতের হকদার দাবি করেন। যেহেতু তিনি মহলে তিনি পরিচিত এবং সামনাসামনি অনেকের সাথে তার দেখা হয়েছে তাই উনার বিবরণের ভিত্তিতে বিশ্বাস করে অনেকেই তাকে যাকাত প্রদান করে থাকেন। সংখ্যাটা কয়েক লাখ পেরিয়েছে। তবে এখন জানা গিয়েছে তিনি আসলে যাকাতের হকদার নয় এবং তথ্য-প্রমাণ সহ পাকাপোক্তভাবে ধারণা করা হচ্ছে তিনি অনলাইনে মানুষদের সাথে প্রতারণা করেছেন

১/ এখন প্রশ্ন হচ্ছে যারা ওনাকে যাকাতের হকদার ভেবে যাকাত প্রদান করেছে তাদের যাকাত কি আদায় হয়েছে ?

২/ যদি তাদের যাকাত আদায় না হয়ে থাকে তাহলে কি পুনরায় তাদেরকে যাকাত আদায় করতে হবে ?

1 Answer

0 votes
by (633,180 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যদি কারো ব্যাপারে নিশ্চিত জ্ঞান থাকে বা অধিকাংশ ধারণা থাকে যে , সে যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তি, পরবর্তীতে যদি দেখা যায় যে, সে যাকাত গ্রহণের উপযুক্ত নয়, তাহলে যাকাত প্রদানকারীর যাকাত আদায় হয়ে যাবে। 

لما في الفتاوی الشامية:
"( دفع بتحر ) لمن يظنه مصرفًا ( فبان أنه عبده أو مكاتبه أو حربي ولو مستأمنًا أعادها ) لما مر ( وإن بان غناه أو كونه ذميًا أو أنه أبوه أو ابنه أو امرأته أو هاشمي لا) يعيد؛ لأنه أتى بما في وسعه، حتى لو دفع بلا تحر لم يجز إن أخطأ".
(كتاب الزكوة، ج: 2، ص: 253، ط: سعيد)

إذا شك وتحرى فوقع في أكبر رأيه أنه محل الصدقة فدفع إليه أو سأل منه فدفع أو رآه في صف الفقراء فدفع فإن ظهر أنه محل الصدقة جاز بالإجماع، وكذا إن لم يظهر حاله عنده، وأما إذا ظهر أنه غني أو هاشمي أو كافر أو مولى الهاشمي أو الوالدان أو المولودون أو الزوج أو الزوجة فإنه يجوز وتسقط عنه الزكاة في قول أبي حنيفة ومحمد - رحمهما الله تعالى (الفتاوی الہندیة:کتاب الزکوٰۃ،باب 1 ،في المصارف،ج1 ص253)



(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
উস্তায প্রশ্নে আরেকটি বিষয়ে এড করা হয়নি, সেটি হল_ যিনি যাকাত নিয়েছেন তিনি সুদের ঋণ মেটানোর জন্য এটি নিয়েছেন এবং তিনি পূর্বে সকলকে জানিয়ে দিয়েছিলেন এটি সুদের ঋণ মেটানোর জন্য নেয়া হচ্ছে এবং তিনি খুব বিপদে পড়ে সুদের শরণাপন্ন হয়েছিলেন। সেক্ষেত্রে কি যারা যাকাত দিয়েছেন তাদের যাকাত আদায় হয়েছে ?
by
আমি ব্যাংকে একটা সঞ্চয় চালাই মাসে মাসে টাকা দেই,
এখন ওই টাকায় তো সুদ আসে,
যখন টাকা টা তুলবো সুদসহ তোলা লাগবে।
এ অবস্থায় আমি যখন যে মাসে যেমন টাকা জমা দিবো সে অনুযায়ী যদি সদকা দেই, এতে কি আমার টাকা হালাল হবে?

আমাকে এটা একজন জিজ্ঞেস করেছেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...