আমি এবং আমার হবু স্ত্রী একসাথে উমরাহ তে যেতে চাই। আমি যতদূর জানি মাহরাম না হলে এক সাথে উমরাহ করতে যাওয়া যায় না । আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা উমরাহ করতে গিয়ে ওখানে আল্লাহর ঘরের সামনে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। এখন আমাদের কি একসাথে উমরাহ তে যাওয়া আল্লাহ সুবহান আল্লাহি তায়ালার বিধান অনুযায়ী অনুমোদিত??