আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
67 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)

Dear Mufti sahab, 

A groom-to-be and a bride-to-be have proceeded for making their marriage decision through both of their families. At some point of discussion they came to know that the bride is a carrier of thalassemia (a genetical blood disorder), but not a patient. Knowing this, the groom tested his blood in the hospital and then it came out that he is also a carrier of thalassemia, not a patient. Thalassemia carriers lead lives as normal healthy human beings. They usually don't face any health complications other than sometimes iron deficiency and low hemoglobin. So far both families discussed and the bride and the groom communicated in the presence of mahrams, all of them were ready and looking forward to this marriage. But after knowing about thalassemia, the decisions halted. Both families contacted doctors and specialists. 

The medical opinion is that when a carrier of thalassemia (male/female) marries a normal human (female/male)- the possibility of having a child is either a normal or a carrier (50-50). But when a carrier of thalassemia marries another carrier of thalassemia- there are statistical probability of 50% of a carrier child, 25% of a normal child and 25% of a Major Child (patient). This has led to anxiety and tensions in both families. We know, the fate of a child or anything, whether the bride or groom separately marries different counterparts/spouses rather than this marriage, still will be and always be decided by the Will of Allah. Now if they marry- there are both possibilities of having a patient child or normal (including carrier). We don't know the future except Allah. 

The bride liked the groom and the groom also liked the bride. They are both aged (28-30) and looking for better matches for themselves for several years (4/5 years approx.). Both the groom and the bride were satisfied with this match. But the matter of thalassemia made things difficult. Their families were also struggling to help them finding suitable matches for long until both families communicated for this respective proposal. So, the questions are- 

1. Knowing this probability of having a patient child (25%), will it be wise to proceed for the marriage in the light of Shariah? 

2. Will it be a sin if any of them declines the proposal just because there is a possibility of having a patient child whereas it solely depends on the Will of Allah? 

3. If they don't take child after getting married due to this risk and the husband gets a 2nd wife in future for children, will there be any bindings from the Shariah perspective? 

Both the bride and the groom still want to get married depending on the Will of Allah in the future to accept it as it comes from Him. As some of the family members are tensed and influencing family decisions, both of them are seeking Shariah counseling to reach a better decisions. May Allah make it easy for the both families. Hope you would discuss and explain the questions and concerns in the light of Shariah. 

Thanks in advance.

1 Answer

0 votes
by (606,750 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ- 
ইমরান বিন হুসাইন (রদ্বি, ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (স) বলেছেন,

لَيْسَ مِنَّا مَنْ تَطَيَّرَ، أَوْ تُطُيِّرَ لَهُ أَوْ تَكَهَّنَ، أَوْ تُكُهِّنَ لَهُ أَوْ سَحَرَ، أَوْ سُحِرَ لَهُ-

, ‘‘সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, যে ব্যক্তি (কোন বস্ত্ত, ব্যক্তি কর্ম বা কালকে) অশুভ লক্ষণ বলে মানে অথবা যার জন্য অশুভ লক্ষণ দেখা (পরীক্ষা) করা হয়, যে ব্যক্তি (ভাগ্য) গণনা করে অথবা যার জন্য (ভাগ্য) গণনা করা হয়। আর যে ব্যক্তি যাদু করে অথবা যার জন্য (বা আদেশে) যাদু করা হয়।’’ (ত্বাবারানী ১৪৭৭০, সহীহুল জামে’ ৫৪৩৫ ,সিলসিলা ছহীহা ২১৯৫)

এগুলোতে বিশ্বাস করা শিরক। এভাবে শুভ অশুভ নির্ণয়ের বিধান প্রসঙ্গে রসূলুল্লাহ (স) বলেন,

اَلطِّيَرَةُ شِرْكٌ

‘কুলক্ষণে বিশ্বাস করা শিরক’।[আবুদাঊদ, তিরমিযী; মিশকাত, ৪৫৮৪]

আব্দুল্লাহ বিন আমর বর্ণিত, রাসুলুল্লাহ (স) একদা বললেন, কুলক্ষণ যে ব্যক্তিকে কোন কাজ থেকে ফিরিয়ে রাখে, নিশ্চয়ই সে শিরক করে। ছাহাবীগণ আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ! উহার কাফফারা কি হবে? তিনি বললেন, ঐ ব্যক্তি বলবে-

اَللَّهُمَّ لاَ خَيْرَ إِلاَّ خَيْرُكَ وَلاَ طَيْرَ إِلاَّ طَيْرُكَ وَلاَ إِلَهَ غَيْرُكَ

‘হে আল্লাহ! আপনার কল্যাণ ছাড়া কোন কল্যাণ নেই। আপনার সৃষ্ট কুলক্ষণ ছাড়া কোন কুলক্ষণ নেই। আর আপনি ছাড়া কোন মা‘বূদও নেই’    [আহমাদ ৭০৪৫, সিলসিলা ছহীহা ১০৬৫]

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
বিষয়টি সম্পূর্ণই পাত্র ও পাত্রীর উপর ডিপেন্ড করে। পাত্র যদি বিষয়টি জানার পরও ওই পাত্রীকে বিবাহ করে সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার ইসলাম এক্ষেত্রে তাকে কোনোভাবেই সেই মেয়েটিকে বিবাহ করতে বাধ্য করবে না।

(০২)
তাদের কেউ প্রস্তাব প্রত্যাখ্যান করলে এতে কাহারো গুনাহ হবেনা।

তবে একটি বিষয় লক্ষনীয়,তাহা হলোঃ বাবার মার রোগ থাকলে সন্তানেরও সেই রোগ গ্যারান্টি সহকারে হবেই, ইসলাম এ ধরনের বিশ্বাস সমর্থন করে না।

(০৩)
সাধারণত দুটি পদ্ধতিতে  সাধারণত জন্ম নিয়ন্ত্রণ  করা হয়।
,
এক.স্থায়ী পদ্ধতি–যার দ্বারা নারী বা পুরুষ প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলে।
এই পদ্ধতিটি সম্পূর্ণ অবৈধ। 

আল্লামা বদরুদ্দিন আইনী (র.) বুখারী শরীফের ব্যাখ্যায় উল্লেখ করেন: و هو محرم بالاتفاق অথাৎ স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন সর্বসম্মতক্রমে হারাম।(উমদাতুল ক্বারীঃ ১৪/১৪ পৃঃ)

দুই.অস্থায়ী পদ্ধতি– যার ফলে স্বামী-স্ত্রীর কেউ প্রজনন ক্ষমতাহীন হয়ে যায় না। যেমন : আযল করা (সহবাসের চরম পুলকের মুহুর্তে স্ত্রীর যোনীর বাহিরে বীর্যপাত ঘটানো), Condom Jelly, Cream, Foam, Douche ইত্যাদি ব্যবহার করা, পিল (Pill) খাওয়া,জরায়ুর মুখ সাময়িকভাবে বন্ধ করে দেয়া, ইঞ্জেকশন নেয়া ইত্যাদি।

দ্বিতীয় প্রকার শরীয়ত সম্মত প্রয়োজন ব্যতীত মাকরুহে তানযিহি।তবে শরীয়ত সম্মত নিম্নোক্ত প্রয়োজনে বৈধ রয়েছে।
(ক)মহিলা এত দুর্বল যে, গর্ভধারণের বর্তমানে যোগ্যতা নেই।
(খ)মহিলা নিজ বাসস্থান থেকে এত দূর সফরে যেখানে স্থায়ীভাবে বসবাসের আপতত কোনো মনোবাসনা নেই।আবার নিজ বাসস্থানে আসতেও কয়েক মাস লেগে যাবে বা কয়েক মাসের প্রয়োজন।
(গ)স্বামী-স্ত্রীর পারস্পারিক সম্পর্ক চূড়ান্ত নিম্ন পর্যায়ের,এমনকি উভয়ের অন্তরে বিচ্ছেদের চিন্তাভাবনা চলছে।
(ঘ)পূর্বের বাচ্চার সু-সাস্থ্যর ক্ষতির আশঙ্কা থাকলে।
(ঙ)স্থান-কালের ফাসাদ অর্থাৎ দ্বীনী পরিবেশের চূড়ান্ত পর্যায়ের অবনতির ধরুন বাচ্চা বদ-আখলাক বা অসচ্চরিত্র এবং মাতাপিতার বে-ইজ্জতির কারণ হবে বলে আশঙ্কা করলে।

হাদীস শরীফে এসেছেঃ  

عن جابر قال كنا نعزل على عهد النبي صلى الله عليه و سلم ـ صحيح البخاري – (2 / 784)، باب العزل

হযরত জাবের রা. থেকে বর্ণিত,তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে আযল(যা জন্ম নিয়ন্ত্রণের একটা পুরনো ও অস্থায়ী পদ্ধতি) করতাম। (বুখারী ২/৭৮৪)

বিস্তারিত জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ঝুকির বিষয়টি বিশ্বাস করে তারা যদি জন্ম নিয়ন্ত্রণ এর স্থায়ী পদ্ধতি অবলম্বন করে,তাহলে তাহা হারাম হবে।
আর যদি অস্থায়ী পদ্ধতি অবলম্বন করে,সেক্ষেত্রে তাহা মাকরুহে তানযিহি তথা অনুত্তম হবে। হারাম হবেনা।

এক্ষেত্রে স্বামী যদি একাধিক বিবাহের সমস্ত শর্ত মেনে দ্বিতীয় বিবাহ করে এবং সেই দ্বিতীয় স্ত্রী হতেই সন্তান নেয় সেক্ষেত্রে শরীয়তের পক্ষ থেকে কোনো সমস্যা নেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...