https://ifatwa.info/114316/ এই প্রশ্ন এর আলোকে জিজ্ঞাসা,
// হুজুর আমি আমার বন্দুর সাথে কথা বলে ওকে এই বিষয় এ জানিয়ে যদি ওর থেকে মাফ চেয়ে নি এবং ও মাফ করে দেই / যদি ও বলে কোন সমস্যা নেই / টাকা দিতে হবে না ইত্যাদি এমন বা এই ধরনের কথা বলে তাহলেই তো হবে ⁉️এবং হুজুর আমি কিভাবে ওকে (বন্দুকে) বলবো এই বিষয় টা আমার মনে হচ্ছে সাহস হবে না কি না কি ভাব্বে অন্য কোন উপায় আছে উস্তাদ তা ও জানাবেন⁉️হুজর আপনি যে বললেন সে কিছু টাকা ফেরত নিতে চাইলে আপনি দিয়ে দিবেন মানে আমাকে দিয়ে দিতে হবে।তো যেহেতু battery তে সমস্যা ছিলো আমি battery নতুন এর যত টাকা যেমন আনুমানিক ২০০০/৩০০০ টাকার হবে ব্যাটারি এর দাম আমি যদি এইথেকে বন্দুর সাথে কথা বলে ২০০০/৩০০০ টাকা দিয়ে দি বা যদি ও টাকা না নেই এবং আমাকে মাফ করে দেই তাহলে তো আমার পরের যেই ফোন কিনেছি সেই ফোন ব্যবহার করা ইত্যাদি সব জায়েজ হবে⁉️
//এবং এর আগে বাকি ফোন দুইটা iphone 10 and iPhone 6 এই ফোন গুলার জন্য কি করবো আমি যেহেতু এইগুলা যাদের কাছে বিক্রি হয়েছি তারা আমার পরিচিত কেউ না যে তাদের সাথে এই গুলা বলবো⁉️
//উস্তাদ আমি আমার বন্দুর কাছে ফোন বিক্রি করার পরে বল্লামি আরেকটা ফোন কিনি সেইটা আগের প্রশ্নেই উল্লেখ করেছি তো ওই ফোন টা যে আমি আমার বোন কে বা বোন এর বাচ্চা দের দিয়েছ এবং তাদের থেকে তাদের ফোন নিয়েছি আমি এইটা জানি তাদের ফোন ব্যবহার করা বিক্রি করা ইত্যাদি আমার জন্য জায়েজ কারন এতে আমার বোন বা দুলাভাই এরা কোন আপত্তি করে নাই যদি আপত্তি করত আমি তো ব্যবহার করতে পারলে ও সেইটা বিক্রি করতে পারতাম না তো যাইহোক উস্তাদ আমি সংক্ষেপে বলি আমার বন্দুর কাছে বিক্রি করার পরে যেই ফোন ক্রয় করি আর ওইটা যেহেতু আমি আমার বোন বা তার বাচ্চাদের সাথে exchange করে নি এমতাবস্থায় তারা ওই ফোন যেইটা আমি দিয়ে দিয়েছি তা ব্যবহার করা এবং সেইটা বিক্রি করলে সেই বিক্রি করার টাকা টা তাদের ব্যবহার করা বা অন্য কাজে লাগানো তো জায়েজ হবে কারন আমি ওদের ফোন টা যেহেতু দিয়ে দিয়েছি এবং আমার কোন আপত্তি নেই তারা ফোন দিয়ে যাইকরুক না কেনো এখন তারাই মালিক ফোন এর আমি আগের মালিক যেহেতু তাদের দিয়ে দিয়েছি ফোন তো এই জবাব টা ও দিয়েন⁉️ এইযে আমার আরেকটা প্রশ্ন https://ifatwa.info/114064/ ফোন নিয়ে ছিলো কিছুদিন আগেই করেছি (এই প্রশ্নের মধ্যে দেখলেই বুজবেন কবে করেছি প্রশ্নটা) এইটার তো উত্তর পেয়েছি এবং এইটা আমি আমার আগের ফোন বোন এর বাচ্ছাদের দিয়ে ওদের কে আমার দেওয়া ফোন নিয়ে যতটুকু পেরেছি বলছি এই প্রশ্নের মধ্যে এবং আলহামদুলিল্লাহ এখন এইটার উত্তর নিয়ে তাই এইটা নিয়ে কোন চিন্তা নাই বাকি এখন যেই গুলার উত্তর পাওয়া বাকি তা দিয়ে দেন আর ওয়াহিদ হুজুর এর উত্তর দেওয়া আমার এই প্রশ্নটা ও দেখে নিবেন যদি কোন সমস্যা বা ভুল থাকে অবশ্যই অনুরোধ উস্তাদ জানাবেন।
⚠️আমি একটা কথা বলি তা হচ্ছে আমি iPhone 6 বিক্রি করে একটা ফোন কিনি ওইটা বিক্রি করি ১০০০/১৫০০ এমন কিন্ত ওইটাকা পরে ফোন এ ব্যবহার করা হয়েছে কিনা বা আমি খেয়ে ফেলেছি কিনা নাকি অন্য কাজে ব্যবহার করেছি তা ঠিক মনে নেই বা মনে করার কিছুটা চেষ্টা করেছি মনে আসে না accurate টা যে কি করেছি টাকাটার অবশ্য টাকা সামান্য এবং যার কাছে (বন্দুর) বিক্রি করেছি তার নিজেরি মনে নেই আমার থেকে যে ফোন নিয়েছে। তো এর পরে আমি iPhone 10 কিনি এর পরে এইটা বিক্রি করে iphone 8 plus কিনি এবং এই ফোন বিক্রি করে 11000/12000 টাকা দিয়ে হবে হয়ত আরেকটা ফোন কিনি যেইটা উপরে বলায় আছে কাকে বা কাদের কে দিয়ে দি। এমন না যে ওই টাকা দিয়ে এখন যেই ফোন কিনেছি ওইখানে ব্যবহার করেছি তাও না