আসসালামু আলাইকুম হুজুর।
আমি কয়েক দিন আগে জানতে পারি ঈমাণ ভেঙে গেলে বিবাহ ও ভেঙে যায়। তখন থেকে আমি ভাবতে থাকি আমার এরকম কিছু হলো কিনা। আমার মনে কিছু প্রশ্ন জাগছে:
১। প্রায় ৫/৬ বছর আগের কথা। আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন সিনিয়র মুস্লিম ভাই এবং একজন হিন্দু মেয়ের প্রেম ছিল। ধর্মের ভিন্নতার কারণে তাদের নাকি সম্পর্ক ভেঙে গিয়েছিল, এমন কথা শুনে আমার খুবই কষ্ট হয় কারণ তারা আমার খুবই কাছের ছিল। আমি সেদিন কষ্ট পেয়ে বলেছিলাম: ধর্মের কি কোন অধিকার আছে মানুষের সম্পর্ক ভেঙে দেওয়ার। ধর্মের কোন অধিকার নাই, এমন করার।
আমি জানতাম না এটা বললে কুফরি হবে কিনা, ব এখনো জানিনা। তবে এই কথা বলছি মনে পড়ে আমি খুবই লজ্জিত এবং অনুতপ্ত।
২। আমার বিয়ের কিছুদিন পর, এক বড় ভাই বলেছিলেন, বিয়ে ত করেছো। কিছু মাস্যালা জেনে রাখিও। বিয়ের পর কুফরি করলে বিবাহ ভেঙে যায়। আমি তার কথা সেভাবে বিশ্বাস করিনাই, কারণ এটা আমার বুঝে আসে নি। আমার মনে হয়েছিল, এভাবে বিয়ে ভেঙে গেলে ত, মানুষ না জেনে না বুঝে কত কিছুই করে ফেলে।
পরে কিছু দিন আগে একজন আলেমের বয়ান শুনে আমি বুঝি এবং বিশ্বাস ও করি।
৩। তাফসীর ইবন কাসীর পড়তে গিয়ে কিছু বিষয় বিশ্বাস হয় না, পরে সাথে সাথে মনে করি আমার বুঝে আসুক বা না আসুক, এটা আমাকে বিশ্বাস করতেই হবে। কিছু কিছু ক্ষেত্রে আমি মুচকি হাসিও দিয়ে ফেলেছি, পরক্ষনেই সাথে সাথে মনকে সংযত করেছি।
৪। ভুল ক্রমে, ও মাই গড বলে ফেললে কি কোন সমস্যা আছে?
৫। আমি কোরিয়ায় থাকি, এখানে সবাই নিজের মাথা নত করে অভিবাদন করে। আমি ও করেছি, তবে খুব বেশি নত করি নি এবং আমার উদ্দেশ্য শুধু অভিবাদন করাই ছিল, তবে এখন সতর্ক থাকার জন্য আমি মাথা সোজা রাখি।
৭। আমি জানতাম হস্তমৈথুন করা পাপ, তবে ই ফাতওতাতে সম্ভবত এরকম পড়েছিলাম, কিছু কিছু আলেমের মতে এটা কবীরা গুনাহ আবার কিছু কিছু আলেমের মতে এটা জায়েজ, কিছু সময় নাকি ওয়াজিব। আমি তাই এটাকে জায়েজ মনে করেতাম গত কয়েক দিন ধরে।
পরে, আবার ওয়াজে শুনলাম এটা কবীরা গুনাহ। মনে হলো, আমার পড়তে ভুল হয়েছিলো। স্পষ্ট জানার পর থেকে এটাকে আমি কখনোই জায়েজ মনে করি নাই।
৬। না বুঝে, না জেনে কেও যদি এমন কিছু বলে ফেলে যা কুফরি হওয়ার শামিল, কিন্তু নামাজ কালাম পড়ে, আল্লাহ এবং রসুল কে বিশ্বাস করে তার কি ঈমাণ ভেঙে যাবে?
উল্লেখ্য, আমি জ্ঞান হওয়ার পর থেকেই আল্লাহ এবং রসুলকে দৃঢ় ভাবে বিশ্বাস করি, এবং ইসলাম যে একমাত্র সঠিক ধর্ম সে বিষয়ে আমার কোন দিন বিন্দু মাত্র সন্দেহ ছিল না। কিন্তু জ্ঞানের অভাবে বা আবেগে কিছু ভুল কথা বলে ফেলেছি। এজন্য আমার বিবাহের কি কোন সমস্যা হবে?
আর আমার সমস্যা হলো ফতোয়া নেওয়ার পরে নতুন করে আবার অনেক রকম কথা মনে পড়ে। আবার যদি নতুন কোন কথা মনে পড়ে সেক্ষেত্রে আমি কি করব।