আসসালামু আলাইকুম ওস্তাদ। একটি অনলাইন কোর্সে থাকাকালীন একজন ব্যাচমেট আমাকে পছন্দ করেন এবং বিয়ের প্রস্তাব দেন।(উল্লেখ্য সে আমাকে কখনো দেখেননি) এমতাবস্থায় আমার মনে হয়েছে আমার পরিবার রাজি হবেননা,বেশ কিছু কারণে। (যদিও ইসলামিক প্রেক্ষিতে কারণগুলো ভিত্তিহীন মনে হয়েছে )।
আমি তাকে বলি,উনি যেন কথা না বাড়ায় কারণ এতে গুনাহ বাড়ার আশংকা সৃষ্টি হচ্ছিল সাথে আমার পরিবার ও বিষয়টি ভালোভাবে নিবেননা এবং এরপর উনি চুপ থেকে যান। এরপর একবছরে আর কোনো কথাই হয়নি। তবে,একদিন আমি জানতে পারি অন্য মাধ্যমে যে,সে এখনো অপেক্ষায় আছে আল্লাহর উপর ভরসা করে। আমি তাকে জানাই, যেন সে এ বিষয় থেকে বের হয়ে আসে। এবারও সে সম্মতি দিয়ে বলে যে, সে চাচ্ছেনা গুনাহ বাড়ুক তাই সে এ বিষয়টি এখানেই শেষ করছে। এর মাঝে আমি ৩ বার ইস্তিখারা করি।
প্রথমদিন,আমি দেখলাম পরিবার নিয়ে কোথাও যাচ্ছি।
২য়দিন,আমি কনফিউজড।
৩য়দিন, আমি ইস্তিখারা করে, ঘুমানোর প্রথম দিকে আমি কী দেখলাম মনে করতে পারছিলামনা,শুধু মনে হচ্ছিল আম্মুকে নিয়ে ভয়ের কিছু দেখেছি। এরপর, সেহরি খেয়ে আবার ঘুমালে আমি সেই ব্যক্তিকে দেখতে পাই, যা কে নিয়ে ইস্তিখারা করছিলাম।
আমি দেখলাম যে,আমি একটি ক্লাসরুমে এবং উনি আমার পাশে বসেছেন। একটু পর সে আবার কোনো ব্যাপারে রাগ/কষ্ট পেয়ে পিছনে বসলেন। আমারও স্বপ্নে কিছুটা খারাপ লাগলো। একটু পর আবার উনি পাশে এসে বসলেন এবং আমাকে আমার পছন্দের একটি খাবার খেতে দিলেন এবং আমি "না" করে দিলাম এবং না খাওয়ার কারণ বুঝিয়ে বললাম। এরপর আমি নিজেই খাবারটি খেতে নিলাম এবং একপর্যায়ে আমার স্কুল লাইফের কিছু পরিচিত মুখ(মেয়ে) দেখলাম,যাদের সাথে এমনিই পরিচয় ছিল। তারা তাকিয়ে মুচকি হাসল এবং আমিও মুখের খাবার শেষ না করেই হেসে দেই সাথে পাশের উনিও। এভাবেই স্বপ্ন শেষ হয়।
আমার প্রশ্ন হচ্ছে, আমি এক্ষেত্রে কী বুঝবো?
ইস্তিখারা এর উত্তর কি এই স্বপ্নে আছে? সেটি পজিটিভ নাকি নেগেটিভ? আমার এখানে কী কী ভুল হয়েছে,যা আমার শুধরে নেওয়া জরুরি?
আমি আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে সকল সিদ্ধান্ত নিতে চাচ্ছিলাম তাই ইস্তুিখারা করি এবং পরবর্তী সিদ্ধান্ত গুলোও আল্লাহর সন্তুষ্টির মাধ্যমেই নিতে চাচ্ছি।
এমতাবস্থায় উত্তর পেলে উপকৃত হবো,ইন্ শা আল্লাহ।