আসসালামুআলাইকুম,
আমি প্রতিদিন কিছু টাকা সদাকা হিসেবে একটি পাত্রের মধ্যে রেখে দেই। এভাবে দশ হাজার টাকা সদাকা জমা হয়েছিল। কিন্ত সদাকার এই দশ হাজার টাকা চার বছর আমার কাছে পড়ে থাকে।এখন আমাকে কি চার বছরের জাকাত দিতে হবে? যেহেতু আমার ছয় ভরি স্বর্ণ আছে,তাই আমি এভাবে সদাকার জমাকৃত দশ হাজার টাকা আমার কাছে চার বছর রেখে দেওয়ার কারনে কি চার বছরের জাকাত দিতে হবে?
দয়া করে জানাবেন