আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজনের অধিনে চাকরি করি , তিনি আমাকে দিয়ে পুরো ব্যাবসা পরিচালনা করে । তার ব্যবসাটা অনলাইনে পন্য বিক্রি করা । অনলাইন ব্যবসা বিধায় অনেক কিছু শিখতে হয় যার কারনে শেখার জন্য সে বিভিন্ন কোর্সে ভর্তি হয় এবং ক্লাসগুলো করে । যেহেতু সে ব্যবসায় সময় দিতে পারে না তাই ক্লাস চলাকালীন ক্লাসগুলো রেকর্ড করে এনে আমাকে দেয় ,এবং আমি ক্লাসগুলো দেখে ব্যবসায় প্রয়োগ করি । কিছুদিন আগে সে লাখ টাকার উপরে খরচ করে একটা কোর্সে ভর্তি হয় এবং ক্লাসগুলো আমাকে নীতিমতো দিচ্ছে দেখার জন্য । আমি যার অধীনে চাকরি করি সে বলে ইনডাইরেক্টলি টিমমেম্বারদের দেখার অনুমতি আছে , এবং আমার পক্ষ থেকে তুমি দেখো । এইক্ষেত্রে আমার কি ক্লাসগুলো দেখা ঠিক হবে ?