আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমার পরিচিত এক বোন, কিছুদিন আগে আমার কাছে বদনজরের রুকইয়াহ সম্পর্কে জানতে চাইলে আমি রুকইয়াহ সম্পর্কে জানাই। প্রথম রোজার আগের দিন উনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। পঞ্চম রোজার দিন সেহরী খেয়ে ঘুমানোর পর উনি একটা খারাপ স্বপ্ন দেখে ঘুমের মধ্যেই ভয় পায়। কিন্তু স্বপ্নটা উনার মনে নেই। পরদিন উনি স্বপ্নে দেখেন যে, উনি কাউকে গুলি করে খুন করছেন। এর পরদিন আবার উনি স্বপ্ন দেখেন যে, তাকে কেউ ধ*র্ষ*ণ করছে। পরপর তিনদিন এমন ভয়ংকর স্বপ্ন দেখে উনি খুবই ভীতসন্ত্রস্ত হয়ে গেছেন।
উনাকে বলেছিলাম, কিছুদিন যাবৎ ধ*র্ষ*ণের বিভিন্ন নিউজ সামনে আসছে, সেগুলো দেখে হয়তো এমন হচ্ছে। কিন্তু উনি জানালেন, স্বপ্নটা দেখার আগে উনি এরকম কোনো নিউজ দেখেননি।
বিদ্র: বোনটি নন প্র‍্যাকটিসিং মুসলিমাহ। শালীনভাবে চলেন, তবে শরীয়াহ পর্দায় অভ্যস্ত নন।