আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
48 views
in সালাত(Prayer) by (61 points)
আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্প্রতি ভারতের একজন অভিনেতা মুসলিমদের সাথে ইফতার করেন এবং জামাতে সালাত আদায় করেন৷ আমি জানি ইফতার করা যাবে কিন্তু নামাজের ব্যাপারে জানতে চাই৷
প্রশ্ন ১ : কোনো অমুসলিম কী নামাজ পড়তে পারে? পারলেও মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতে পারবে?

1 Answer

0 votes
by (607,050 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

নামাজ বা যেকোনো ইবাদত কবুলের জন্য ঈমান হলো মৌলিক শর্ত, ইসলাম কবুলের আগে কোনো অমুসলিম এর ইবাদত গ্রহনযোগ্য নয়।

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 

وَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اَعۡمَالُہُمۡ کَسَرَابٍۭ بِقِیۡعَۃٍ یَّحۡسَبُہُ الظَّمۡاٰنُ مَآءً ؕ حَتّٰۤی اِذَا جَآءَہٗ لَمۡ یَجِدۡہُ شَیۡئًا وَّ وَجَدَ اللّٰہَ عِنۡدَہٗ فَوَفّٰىہُ حِسَابَہٗ ؕ وَ اللّٰہُ سَرِیۡعُ الۡحِسَابِ ﴿ۙ۳۹﴾ 

‘আর যারা কুফরি করে, তাদের আমলসমূহ মরুভূমির মরীচিকার মতো, পিপাসিত ব্যক্তি যাকে পানি মনে করে। অবশেষে যখন সে তার কাছে আসবে, তখন সে দেখবে সেটা কিছুই নয়।

আর সে সেখানে আল্লাহকে দেখতে পাবে। অতঃপর তিনি তাকে তার হিসাব পরিপূর্ণ করে দেবেন। আর আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। (সুরা নুর, আয়াত : ৩৯)

অন্য আয়াতে বলা হয়েছেঃ “আর আমরা তাদের কৃতকর্মের প্রতি লক্ষ্য করব, তারপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব।” [সূরা আল ফুরকান: ২৩]

ইরশাদ হয়েছে, ‘যে মুমিন অবস্থায় নেক আমল করবে, পুরুষ হোক বা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তারা যা করত তার তুলনায় অবশ্যই আমি তাদের উত্তম প্রতিদান দেব।’ (সুরা নাহাল, আয়াত : ৯৭)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
নামাজ বা যেকোনো ইবাদত কবুলের জন্য ঈমান হলো মৌলিক শর্ত, ইসলাম কবুলের আগে কোনো অমুসলিম এর ইবাদত গ্রহনযোগ্য নয়, তাই একজন অমুসলিমকে প্রথমে কালাম পড়ে ইসলামে দীক্ষিত করতে হবে, তারপর তাকে গোসল করার পর নামাজ পড়তে বলতে হবে।
তবে যেহেতু কাফেরদের সাধারণ মসজিদে আসার অনুমতি দেওয়া হয়েছে, সেহেতু যদি কোনো অমুসলিম কোনো মসজিদে এসে মুসলমানদেরকে দেখে এবং তাদের সঙ্গে নামাজ আদায় করে এবং তার কাজে কোনো ফাসাদ/বিশৃঙ্খলা লক্ষ্য করা না যায়,সেক্ষেত্রে তাকে এই কাজ থেকে বিরত রাখা উচিত নয়, এটি তার জন্য পথনির্দেশের উৎস হয়ে উঠতে পারে এবং কাফেরদের সাথে এক কাতারে থাকার দরুন মুসলমানের নামাজ বাতিল হবেনা।

হাদীস শরীফে এসেছেঃ- 

"عن الحسن أن وفد ثقیف أتوا رسول اﷲ صلی الله عليه وسلم فضربت لهم قبة في مؤخر المسجد لینظروا إلی صلاة المسلمین إلی رکوعهم وسجودهم، فقیل: یارسول اﷲ! أتنزلهم المسجد وهم مشرکون؟ فقال: إن الأرض لاتنجس، إنما ینجس ابن آد م". (مراسیل ابوداؤد/۶، رقم: ۱۷)
"وعن سعید بن المسیب أن أبا سفیان، کان یدخل المسجد بالمدینة وهو کافر". ( مراسیل ابو داؤد /۶، رقم:۱۸)

তাবিয়ি হাসান বসরি বলেন, যখন সাকীফ গোত্রের প্রতিনিধিদল রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করল, তখন তিনি মসজিদে নববির পেছনের অংশে তাদের জন্য তাঁবু বানিয়ে দিলেন... তাঁকে বলা হল, হে আল্লাহর রাসূল, আপনি তাদেরকে মসজিদে থাকতে দিলেন, অথচ তারা মুশরিক? তখন তিনি বললেন, যমিন তো নাপাক হয় না, নাপাক হয় আদম সন্তান।

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু দাউদ তার মারাসীল গ্রন্থে। আলী ইবনুল মাদীনি হাসান বসরির মুরসাল হাদীস সহীহ বলে গণ্য করেছেন)। [মারাসীল আবু দাউদ, হাদীস–১৭]

وقال الحنفیة : لایمنع الذمي من دخول الحرم، ولایتوقف جواز دخوله علی إذن مسلم ولو کان المسجد الحرام، یقول الجصاص في تفسیر قوله تعالیٰ: ﴿اِنَّمَا الْمُشْرِکُوْنَ نَجَسٌ فَلاَیَقْرَبُوْا الْمَسْجِدَ الْحَرَامَ ﴾ یجوز للذمي دخول سائر المساجد". ( الموسوعة الفقهية ۱۷ ؍ ۱۸۹ الکویت ) 
সারমর্মঃ-
জিম্মিকে হারাম শরীফে দাখিল হওয়া হতে বাধা দিবে না আর সেখানে প্রবেশ করা বৈধতা কোন মুসলমানের অনুমতির উপর নির্ভর করে না যদিও সেটি মসজিদে হারাম হোক না কেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...