আসসালামু আলাইকুম, আগের প্রশ্নে উত্তর ক্লিয়ার না তাই আবার প্রশ্ন করা। আমি জানতে চাই, আমি যে ৩ লক্ষ টাকা ইনভেস্ট করেছি ওইটা হলো একটা শেয়ার মুলত, ১০০০ শেয়ার নিয়ে তারা একটা রিসোর্ট দিবে এবং এরপর এটার ভাড়া থেকে প্রতি বছর লভ্যাংশ দিবে।
টাকা এ বছর দিলেও রিসোর্ট করতে করতে এবং লভ্যাংশ পেতে ২-৩ বছর লাগবে। এমতাবস্থায় আমার এ ৩ লক্ষ টাকায় কি যাকাত আসবে?