আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্।
প্রশ্ন-১ঃ .আমার দাদার নিজের ভাইয়ের বউ আর তার ছেলে মেয়ে মানে আমার সম্পর্কে দাদি আর চাচা, ফুপু হন তারা। তাদের সাথে আগে অনেক ভালো সম্পর্ক ছিলো। নিজের দাদি, চাচা, ফুপুর মতই। কিন্তু তারা হঠাৎ কিসের জন্য যে
আমার সাথে মুনাফিকি আচরন করেছেন। জানি না আজও। অনেক মিথ্যা কথা বলেছেন। মিথ্যা অপবাদ দিয়েছে। চুখোলখুড়ি করেছে। আমার নামে। যা নিয়ে অনেক বড় ঝামেলা হয় আমার সাথে। দোষ টা তাদেরই ছিলো কিন্তু তারা না করেছে মুখের উপর। তারা বলে যে তারা নাকি বলে নাই। অথচ আমাকেও বলেছে। এর পর থেকে তাদের সাথে তেমন ভালো সম্পর্ক নেই আমাদের। বিশেষ করে আমার। দেখলেই রাগ ওঠে আমার। তাও সব ভুলে ইসলামে ৩ দিনের বেশি কথা না বলে থাকতে হয় না তাই আমি বলতে চাইলেও তারা বলে না। আমি সালাম দিলে সালাম নেওয়া পর্যন্তই শেষ। ভালো মন্দ আর কথা হয় না কোনো। এমনকি আমি আগে সালাম দেই বলে মানুষকে বলে বেড়ায় আমার সাথে নাকি তাদের কথা বলার রুচি নেই। আমি আগ বাড়ায় কথা বলি তাদের সাথে। তাদের কথা বলার ইচ্ছে নাই বললেই চলে। কিন্ত আমি আমার দিক থেকে চেষ্টা করেছি অনেক। কিন্তু তারা এখনো কথা বলতে ইচ্ছুক না। তাই আমি সালাম টাও এখন আর দিতে চাই না। এখন আমি কি উনাদের সাথে কথা বাদ দিলে আমার পাপ হবে?