আসসালামু আলাইকুম। আমার ছোট বোন সাহরীর পূর্বে স্বপ্নে দেখে সাদা কাফন হাতে কবরস্থানে যায়। অন্যজন কেন কবরস্থানে এসছে জিজ্ঞেস করলে আমার বোন বলে আমার আব্বার কাফনের কাপড় পুরনো হয়ে গেছে পরিবর্তন করতে হবে। অন্যজন চলে আসতে বললে সে কাফনের কাপড়টি।।।গাছে ঝূলিয়ে চলে আসে ।
স্বপ্নের বিষয়ে জানালে মুনাসিব হয়।
জাযাকুমুল্লাহ খইরান।