আসসালামু আলাইকুম
মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন :
১. আমার বন্ধু একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করে। তার মাসিক ফিক্সড বেতন আছে কিন্তু তার আবার বিক্রির উপর কমিশন পায় আবার কোম্পানি থেকে আর কিছু খাতে আরথিক সুবিধা পায় যার কারনে তার ব্যাংক আয় ফিক্সড কোণ টাকা থাকে না কমে বাড়ে। এই রমাদন মাসে অও যাকাত দিতে চাইতেছে এর আগে কখন যাকাত দেয় নাই।প্রশ্ন হলঃ
১. রুপার হিসেবে নিসাব পরিমান টাকা থাকলে কিন্তু এক বছর ফিক্সড ছিল না তাহলে যাকাত কীভাবে দিবে? যে কোন একটি রোযার যেমন ২০ রোযা ধরে হিসাব করা যাবে?
২. ফিক্সড ডিপজিট এর টাকার যাকাত কিভাবে দিবে এই টাকার সাথে হিসেব করবে নাকি ডিপজিট ভাংগার পর যত বছর দেয় নাই তত বছর হিসেব হবে?
৩. তার কিছু টাকা রিন আছে। রিনের টাকা মাসে মাসে শোধ করে এখন যাকাত দেয়ার সময় কি রিনের টাকাটা বাদ দিবে কিভাবে?