আসসালামু আলাইকুম, । আমার বুঝতে একটু সমস্যা রয়ে গেছে। আরেকটু ভালো করে বুঝাবেন দয়া করে?
সে তালাক এভবে বলেছে,
২৪ তারিখ: তালাক, তালাক, তালাক
৩ তারিখ: এক তালাক, দুই তালাক, তিন তালাক
৫ তারিখ: শোন মন থেকে বলছি। তালাক, তালাক, তালাক।
তিন বারই মোবাইল ফোনে, রেগে বলেছে। এখন এটা কেমন তালাক হয়েছে? পরবর্তীতে আমাদেরই পুনরায় বিয়ে জায়েজ হবে কিনা?
একটু তারাতাড়ি বলবেন দয়া করে হুজুর। খুব বিপদে আছি।