আসসালামুআলাইকুম জনাব।
অনেকদিন পর জিজ্ঞাসা করতেছি, উত্তর দিবেন আশা করি। আমি ওয়াসওয়াসা থেকে অনেকাংশে নিজেকে বের করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। তবুও মাঝেমাঝে অসুবিধা হয়।
গতকাল প্রস্রাব করার সময় আমার পাঞ্জাবিতে নাপাকি লাগে। তো সেই নাপাক পাঞ্জাবি ধোয়া এবং নিংড়ানোর সময় আমার শরীরে কিছু ফোটা পানি লাগে। এবং সেই পানি বালতির মধ্যে যায়। এরপর আমি ওই বালতির পানি বাথরুমের মধ্যে ফেলে দেই।কিন্তু, পরমুহূর্তেই হ্যাঙ্গারে ঝুলানো আমার ধোয়া কাপড় নিচে পরে যায়।এক্ষেত্রে কি আমার ওই কাপড় নাপাক হয়ে যাবে আবার?
(১)যদি নাপাক হয়, সেক্ষেত্রে আমি ভেজা হাত দিয়ে যা যা ছুঁয়েছি সেসবও কি নাপাক হয়ে গেছে?
(২)*উল্লেখ্য যে, আমার কাপড়ে প্রস্রাব লেগেছিলো ১ দিরহামের কম পরিমাণ