জনাব, আমি হয়তো প্রশ্নটা বোঝাতে পারি নি আপনাকে।
কিছুদিন আগে, প্রস্রাব করার সময় আমার পাঞ্জাবিতে নাপাকি লাগে।
তো সেই নাপাক পাঞ্জাবি ধোয়া এবং নিংড়ানোর সময় আমার শরীরে কিছু ফোটা পানি লাগে।
এবং সেই পানি বালতির মধ্যে যায়।
এরপর আমি ওই বালতির পানি বাথরুমের মধ্যে ফেলে দেই।
কিন্তু, পরমুহূর্তেই হ্যাঙ্গারে ঝুলানো আমার ধোয়া কাপড় নিচে পরে যায়। মানে বালতির পানি ফেলে দেওয়ার পর তো বাথরুম ভেজা ছিলো। আর বালতি পানি ফেলে দেওয়ার কিছু সময়ের মধ্যেই "ধোয়া কাপড়" নিচে পড়ে যায়। যেহেতু বালতির ওই অতখানি পানি অপসারণ হতে বেশ কিছুটা সময় লাগে, তাই বাথরুম বেশ ভালোমতোই ভেজা ছিলো।
এজন্য আমার জিজ্ঞাসা, ওই " নিচে পড়ে যাওয়া ধোয়া কাপড়" কি আমার পুনরায় ধৌত করতে হবে কিনা।