আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
47 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (23 points)
edited by
১.আমি একটা জামা কিনেছিলাম আমার শাশুড়ীর জন্য উনার জামাটা পছন্দ হয় নি। এখন এই জামাটা কি আমি যাকাত হিসাব ধরে কাজের খাদিমা আপাকে  দিয়ে দিতে পারবো? এক্ষেত্রে কি যাকাত আদায় হবে?

২. আমার ছেলের দুই বছর বয়স, ওকে বিভিন্ন মানুষ টাকা হাদিয়া দিলে আমি সেটা জমিয়ে রাখি। আমার হাতে এখন টাকা কম, এখন যাকাত আমি রমাজানে দিবো, আমি কি বাচ্চার টাকাটা ধার হিসেবে নিয়ে যাকাত দিতে পারবো? একমাস পরে আবার বাচ্চার জমানো টাকাটা ফেরত দিয়ে দিবো।

৩. যাকাত এই পর্যন্ত রমাদানেই দেই, এইবার টাকা হাতে কম বলে কি ২ মাসে মিলিয়ে দিতে পারবো? যেমন অর্ধেক মার্চে অর্ধেক এপ্রিলে

৪. রমাদানে ভুলে সহবাস হলে কি করণীয়, যদি স্বামী স্ত্রী কারো মনে না থাকে?সম্পূর্ণ ভুলে হয়েছে।   কাফফারা কি আদায় করতে হবে? ৬০ জন মিসকিন কে কি আলাদা করে খাওয়ানো সম্ভব যদি সাথে অন্য ধনি মানুষ চলে আসে? নাকি কোনো মাদ্রাসায় এতিম খানায় দিলে হবে? বা যদি ৬০ জন কে যা খাওয়ানো হবে তা টাকা হিসাব করে একজনকে দেয়া হয়, হবে? গাযাতে বা বিভিন্ন মাদ্রাসায় দানে দিতে পারবো?

1 Answer

0 votes
by (630,600 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) উক্ত জামাটিকে যাকাত হিসেবে দিয়ে দিতে পারবেন।

(২) আপনি আপনার নাবালক সন্তানের মাল ধার নিয়ে যাকাত দিতে পারবেন। পরবর্তীতে নাবালকদেরকে তাদের মাল ফিরিয়ে দিবেন।

وفی الرد (قولہ الالحاجۃ) قال فی التاتارخانیۃ وإذا احتاج الاب الی مال ولدہ فان کانا فی المصر واحتاج لفقرہ اکل بغیر شیئ وان کانا فی المفازۃ واحتاج الیہ لانعدام الطعام معہ فلہ الاکل بالقیمۃ۔ اھـ (ج۵، ص۶۹۶)


وفی الہندیۃ: باع الاب ضیعۃ او عقار الابنہ الصغیر بثمل قیمتہ فان کان الاب محمودا او مستورا عند الناس یجوز وان کان مفسدا لا یجوز وہو الصحیح وان باع منقولا وہو مفسد فی روایۃ لا یجوز الا اذا کان خیر اللصغیر وہو الاصح۔ الخ (ج۳، ص۱۷۴) واللہ اعلم بالصواب!

(৩) একাধিক মাস ব্যাপি যাকাত দিতে পারবেন।

(৪) রামাদানে যদি সত্যি সত্যিই ভুলে সহবাস হয়ে যায়, তাহলে কাযা কাফফারা কিছুই আসবে না।

 اگر واقعی بے خیالی میں بیوی کے ساتھ روزہ کی حالت میں جماع ہوا ہے آپ کو رمضان یا اس کے روزہ کا دھیان نہ تھا تو یہ معاف ہے، روزہ آپ کا صحیح ہوگیا۔ آپ کے اوپر قضا اور کفارہ واجب نہیں۔
فتوي نمبر:  985-107T/B=10/1442
دارالافتاء،
دارالعلوم دیوبند


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...