ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)কুরআন তেলাওয়াত এবং আল্লাহর যিকির বসা অবস্থায়, হেলান দিয়ে, চিৎ হয়ে শুয়ে তথা সর্ব হলতে করা জায়েয আছে।যেমন হাদীসে বর্ণিত রয়েছে,হযরত আয়েশা রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
عن أم المؤمنين عائشة رضي الله عنها أنها قالت : كان النبي صلى الله عليه وسلم : ( يَتَّكِئُ فِي حَجْرِي وَأَنَا حَائِضٌ ثُمَّ يَقْرَأُ الْقُرْآنَ )
আমার হায়েয অবস্থায় রাসূলুল্লাহ সাঃ আমার কোলে হেলান দিয়ে কুরআন পড়লেন।(সহীহ বোখারী-২৯৭,সহীহ মুসলিম-৩০১)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/171
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এনেস্থিসিয়া টিকা দেওয়ার কারনে যদি বেশিক্ষণ ঝুকে বসলে পিঠে ব্যথা হয়, তাহলে হেলান দিয়ে কোরআন পড়া যাবে।
(২)মুসাফির অবস্থায় কোনো স্থানে ১৫দিনের বেশি সময় থাকলে কিন্তু এক জায়গায় ফিক্সড না যেমন তবলীগের কাজে ১৫দিনের/৪০ দিনের সফরে ২ দিন করে একেক বাসায় থাকতে হয়, এবং একেক বাসায় সেখানে দূরত্ব থাকে।সেক্ষেত্রে নামাজে কসর করবে।
(৩)নামাজে আত্তাহিয়াতু বৈঠকে বসতে বসতে ডান হাটু ব্যথা করলে,তখন বাম দিকে পা দিয়ে বৈঠক করা যাবে।