আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
37 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (66 points)
edited by
এনেস্থিসিয়া টিকা দেওয়ার কারনে বেশিক্ষণ ঝুকে বসলে পিঠে অনেক ব্যথা হয়, রমজান মাসে যেহেতু বেশি সময় কোরআন পরতে হয় তাই হেলান দিয়ে কোরআন পড়া যাবে কি যদিও তা আদবের খেলাফ।

মুসাফির অবস্থায় কোনো স্থানে ১৫দিনের বেশি সময় থাকলে কিন্তু এক জায়গায় ফিক্সড না যেমন তবলীগের কাজে ১৫দিনের/৪০ দিনের সফরে ২ দিন করে একেক বাসায় থাকতে হয়, এবং একেক বাসায় সেখানে দূরত্ব থাকে।সেক্ষেত্রে কি নামাজে কসর করবে নাকি ১৫দিনের বেশি হলে কসর আর করবেনা?


নামাজে আত্তাহিয়াতু বৈঠকে বসতে বসতে আমার ডান হাটু কেমন যেন ব্যথা ব্যথা করে,আখেরি বৈঠকের সময় ব্যথা করে হালকা আমি কি বাম দিকে পা দিয়ে বৈঠক করতে পারব?

1 Answer

0 votes
by (633,150 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)কুরআন তেলাওয়াত এবং আল্লাহর যিকির বসা অবস্থায়, হেলান দিয়ে, চিৎ হয়ে শুয়ে তথা সর্ব হলতে করা জায়েয আছে।যেমন হাদীসে বর্ণিত রয়েছে,হযরত আয়েশা রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
عن أم المؤمنين عائشة رضي الله عنها أنها قالت : كان النبي صلى الله عليه وسلم : ( يَتَّكِئُ فِي حَجْرِي وَأَنَا حَائِضٌ ثُمَّ يَقْرَأُ الْقُرْآنَ )
আমার হায়েয অবস্থায় রাসূলুল্লাহ সাঃ আমার কোলে হেলান দিয়ে কুরআন পড়লেন।(সহীহ বোখারী-২৯৭,সহীহ মুসলিম-৩০১)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/171

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এনেস্থিসিয়া টিকা দেওয়ার কারনে যদি বেশিক্ষণ ঝুকে বসলে পিঠে ব্যথা হয়, তাহলে  হেলান দিয়ে কোরআন পড়া যাবে। 

(২)মুসাফির অবস্থায় কোনো স্থানে ১৫দিনের বেশি সময় থাকলে কিন্তু এক জায়গায় ফিক্সড না যেমন তবলীগের কাজে ১৫দিনের/৪০ দিনের সফরে ২ দিন করে একেক বাসায় থাকতে হয়, এবং একেক বাসায় সেখানে দূরত্ব থাকে।সেক্ষেত্রে নামাজে কসর করবে। 

(৩)নামাজে আত্তাহিয়াতু বৈঠকে বসতে বসতে  ডান হাটু ব্যথা করলে,তখন বাম দিকে পা দিয়ে বৈঠক করা যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...