আসসালামু আলাইকুম,
১.কেনায়া তালাকের সম্পর্কে জানার পর থেকে ওসওসা কাজ করতে থাকে, সাভাবিক কথা বলার সময় ও মনে কথা বা কল্পনা আশে। পাশাপাশি OCD তে আক্রান্ত। ৷ বউ এর সাথে কথা বলার সময় বউ জিজ্ঞেস করেছে আমি চিন্তা করছি কি না। আমি বলছি বাসায় থাকলে চিন্তা হয় না কিন্তু ঢাকায় আসলেই চিন্তা হয়।এমন সময় বউ বলছে এইবার বাসায় আসেন সব শেষ হবে,কি শেষ হবে, উনি বললেন আপনার চিন্তা সব শেষ হবে।তারপর আমি প্রশ্ন করার মতো বললাম শেষ হবে?..আর শেষ হবে বলার সময় কেনায়া তালাকের কথা মনে আসছে সম্পর্ক শেষ হবে, বিয়ে শেষ হবে,তালাক হবে এই কথা গুলো ইচ্ছার বিরুদ্ধে মনে আস্তেছিলো। এই কল্পনা বা ইচ্ছার বিরুদ্ধে মনে মনে কথা গুলোর মাধ্যমে কি কোনো ক্ষতি হয়েছে?
২.একা একা থাকার সময় উপরে ঘটনা নিয়ে চিন্তা হয় এবং দেখার চেষ্টা করি মনে মনে কল্পনা বা কথা কি (শেষ হবে) এই শব্দের বলার আগে পরে নাকি বলার সময় বলেছিলাম। নিজে নিজে শেষ হবে বলে মনে মনে তালাকের কথা আনার চেষ্টা করি। খেয়াল করি শেষ হবে বলার সময় মনে কথা আশে না আগে এবং পরে আশে। একা একা এই বিষয় বলা এবং মনে মনে শেষ হবে শব্দের আগে, পরে তালাকের কথা বলার মাধ্যমে কি কোনো সমস্যা হয়েছে?