আমার স্বামীর সাথে রোজার আগের দিন ঝগড়া হয়,সে আমার উপর রাগ হয়ে শর্তযুক্ত তালাক দেয়,আমি যদি অনলাইন থেকে কিছু কিনি,তাহলে সে দুই তালাক এর দিকে যাবে।
আমি কিছু কিনি ই নেই,সে নার্সিসিস্ট টাইপের,তার কাছে আমি হাত খরচ এর টাকা খুজেছিলাম,তাই সে ধারণা করে আমি অনলাইন থেকে কিছু কিনব,যাইহোক প্রথম রোজায় তার ডায়বেটিস ধরা পরে,আমার অনুশোচনা হয়,ভাবলাম তাকে আর কষ্ট দিব না।তবে আমি তার শর্তযুক্ত তালাকের জবাবে বলেছিলাম,আল্লাহর কসম,এই রোজা মাস যদি তুমি আমাকে শারীরিক সম্পর্ক করো,তাহলে আমি আর খাবার পানি স্পর্শ করব না।এখন সে বাসায় আসছে,দ্বিতীয় রোজায়,আমাদের একবারে,৪র্থ রোজার সেহরি পর্যন্ত সহবাস হয়েছে,বাট আমার এভাবে কসম ভাঙা য় অনুশোচনা লাগত।আজ তাই আবার তাকে বললাম,আমরা রোজার বাকি দিন আর কিচ্ছু করব না।আমার খুব অনুশোচনা হচ্ছে,লাগছে কসম ভেঙে এভাবে আল্লাহ তায়ালার সাথে মশকরা করছি,যতবার সহবাস,ততবার ই তো কসম ভাঙা,।আমি তাকে ব লেছি,আমি পুরো মাস আর কিছু করতে ইচ্ছুক নই,তোমার ও শিক্ষা হোক,ঠুনকো বিষয় এ এভাবে তালাক না বলতে।এখন এই কসম সম্পর্ক্র আমার করণীয় কি?এভাবে বারেবারে সহবাসে ত গুনাহ হচ্ছে,তাই না???
আবার স্বামী ডাক ও অমান্য করতে হবে, এটা ও টেনশন লাগছে আমার।