আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
আমি বিবাহিত ৩ বছর যাবত, আমার কোনো সন্তান রব এখনও দেন নি। পিরিয়ড ইরেগুলার,
১.গতকাল রোজা রেখে দিনে আইওএম এর তিব্বে নববী আরও কিছু ক্লাস করার পর ক্লান্ত লাগায় ১ঘন্টা ঘুমিয়েছিলাম,
স্বপ্নে আমার পিরিয়ড হলো এরকম দেখেছি,
আর এক আত্মীয়া যে আমার বাবার বাসায় থাকে তার ছেলে সন্তান হয়েছে এরকম জানতে পেরেছি স্বপ্নেই অথচ সে ডিভোর্সী ২১বছর যাবত এবং মানসিকভাবে অসুস্থ। এটা কখনো সম্ভব না।
২.আজ স্বপ্নে অচেনা বাসা গ্যাস বের হয়েছে অনেক৷ কে যেন চেক করতে গিয়ে আগুন লাগিয়ে দেয়, আমি ঐ ঘরের বাহিরে ছিলাম, বাহিরে থেকে গ্যাস বিস্ফোরণের আগুন রুম ভেদ করে উপরে উঠেছে দেখেছি। তারপর নিভানো হয়েছে, দুই একটা জিনিসের একটু কোনার দিকে পুড়েছে, আমার সব জিনিস ঠিক আছে এরকম দেখেছি৷ বাসার বড় ক্ষতি হয়নি। স্বপ্নে ঐ বাসাকে বাবার বাসা মনে করেছিলাম তখন, কিন্তু বাস্তবে ঐটা অচেনা বাসা।
৩.কিছুদিন আগে স্বপ্নে সাপ দেখতে পাই৷ যেটা আমার আর আমার স্বামীর মাঝে আসলো বেডে এরকম সনাক্ত করি স্বপ্নেই, সাপটা আমার ক্ষতি করতে চাচ্ছিলো৷ কিন্তু আমার স্বামী সেটার গলা চেপে ধরে দূরে নিক্ষেপ করে দেয়। তখন আমরা বিপদমুক্ত হই।
৪. প্রায় ২মাস আগে শরীর খারাপ ছিলো, ফজরের নামাজ শেষে শুয়ে হিফাজত এর আমাল সব শেষ করার আগে প্রচুর ঘুম আসায় ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ৭.৩০ টার দিকে স্বপ্ন দেখি এক মহিলা মুখ ওড়না লম্বা করে টেনে ঢাকা,দেখতে পারিনি মুখ। আপা বলে ডাক দেয় আমি তাকাতেই, আমার দুইহাত আর মুখ চেপে ধরে খুব শক্ত করে ডান কাতে শুয়ে ছিলাম, নড়তে পাড়ছিলাম না। গোঁড়াচ্ছিলাম শুধু স্বপ্নেই, আর উনি আমার মাথার কাছে বসে কানে অনেককিছু পড়ে ফুঁ দেয়। স্বপ্নেই পাশে থাকা আমার স্বামী কে পা দিয়ে নাড়া দেই তারপর স্বপ্ন ভেঙ্গে যায়। আর স্বপ্ন ভেঙ্গে দেখি ডানকাতেই ছিলাম। সত্যি ই পা দিয়ে ধাক্কা দেয়াতে স্বামী জেগে গিয়েছে। এ ঘটনার পর থেকে আমি প্রায় ই অসুস্থ থাকি, মাথা সামনের দিকে খুব ভার হয়ে থাকে, আজে বাজে স্বপ্ন দেখি। বদনজর সিহরের সেল্ফ রুকইয়াহ্ করেছি।
স্বপ্ন গুলোর ব্যাখ্যা জানতে চাচ্ছিলাম আর করনীয় কি আমার।