আমার আগের প্রশ্নে আমি বুঝিতে বলতে পারিনি আসলে।
পায়ে নাপাকি ধুয়ে ফেলার পর জুতা পরে নেই,তারপর দেখি যে জুতার উপরের অংশে কাদা লেগে ছিল আমার ধারণা তা ভেজা পা থেকে জুতায় লেগেছে কিনা।নাপাক ভেজা পায়ে আবার ধুলা বালি যুক্ত জায়গায় হাঁটার কারণে পা যে ময়লা হয়েছিল, তারপর আমি তো পা ভাল করে ঘষে ধুয়েছি তাও যদি পায়ে উক্ত ধুলা বালি/কাদা কিছুটা থেকে যায় তাহলে কি পা থেকে নাপাক দূর হয়েছে নাকি? পা কি নাপাক ধরব? না পাক হয়েছে ধরব।
অর্থাৎ পায়ে যদি নাপাকিও লেগে থাকে এবং মাটি/কাদাও লেগে থাকে এবং ভাল করে ধুলে ও পরে কিছুটা কাদা পানি পায়ে থেকে যায় তাহলে কি নাপাক টুকু দূর হয়েছে ধরব?(অদৃশ্য নাপাকি ছিল)