আজকে ফজরের পরে স্বপ্নে দেখি আমি খালার বাড়ি গিয়েছি একটা কাজে, সেখানে গিয়ে দেখি বিয়ের অনুষ্ঠান যেটা আমি জানতামনা আগে থেকে। ওখানে কিছু লোক জোরে গান বাজিয়ে নাচানাচি করছিলো। আমি ওখানে যাইনি, দূরে দাড়িয়ে ছিলাম আমি। কিছুক্ষণ পরে র‍্যাব এর গাড়ি এসে যারা গান বাজাচ্ছে ওদের ধরে নিয়ে যায়। আমাকেও নিয়ে যায়। আমি ওখানকার কিছুই চিনতামনা, নতুন জায়গা আমার জন্য। এজন্য সামনের সীটে বসা লোকের থেকে বাড়িতে কিভাবে যাবো জেনে নেই। গাড়ি একটা জায়গায় থামলে নেমে পরি। কিন্তু মেইন রোডে যাওয়ার কোনো রাস্তা পাচ্ছিলামনা, আমার সাথে ফোন ও ছিলোনা কোনো। যেদিকেই যাচ্ছিলাম শুধু বাড়ি আর দোকান। কাওকে বলার ভরসা ও পাচ্ছিলাম না আমি যে হারিয়ে গিয়েছি। পরে একটা দোকানে গিয়ে ওনার থেকে ফোন নিয়ে আম্মুকে কল দেই কিন্তু আম্মুর ফোনে কল যায়না। ওরা বুঝতে পেরে দোকানদার আর আশেপাশের কয়েকটা ছেলে তখন আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। আমি তখন দৌড়ে চলে আসি ওখান থেকে। একটা বাড়িতে ঢুকতে চাইলে দারোয়ান দেয়না ঢুকতে। পরে একটা স্কুলের অনুষ্ঠানে যাই সেখানে আমার ভাইকে দেখি। ওকে জিজ্ঞেস করি আম্মু কোথায় তখন দেখি আম্মু ওই পাশ থেকে আমাকে দেখে আসতিসে। আমার কাছে এসে আমাকে ধরে কান্না করে দেয়, আমিও কান্না করে দেই।
এমন হারিয়ে যাওয়ার স্বপ্ন কেন দেখলাম? কোনো বিপদ আসতে পারে কি?