বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/75628/
নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
হাদীস শরীফে এসেছে-
عَنْ
سَلْمَانَ بْنِ عَامِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ الصَّدَقَةَ عَلَى الْمِسْكِينِ صَدَقَةٌ، وَعَلَى ذِي الرَّحِمِ
اثْنَتَانِ صَدَقَةٌ وَصِلَةٌ»
সালমান ইব্ন আমির (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (সাল্লাল্লাহু
‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেন, মিসকীনকে দান করার মধ্যে শুধু সাদাকা (র সওয়াব রয়েছে) আর আত্নীয়-স্বজনকে
দান করা দুটি (সওয়াব রয়েছে) দান করা (র সওয়াব) এবং আত্নীয়তার সম্পর্ক বজায় রাখা (র
সওয়াব)। [মুসনাদে আহমাদ
(১৫৭৯৪) ও সুনানে নাসাঈ (২৫৮২)]
,
আরো জানুনঃ-
https://ifatwa.info/17127/
,
আপনার বোন যদি বালেগাহ হয়, আর সে যদি নেসাব পরিমান
সম্পদের মালিক না হয়, মোট কথা সে যদি যাকাত গ্রহনের উপযুক্ত হয়,সেক্ষেত্রে আপনি
তার পড়াশুনার খরচ যাকাত হিসেবে তাকে দিতে পারবেন। তার বিয়ের খরচ তাকে যাকাত হিসেবে
দিতে পারবেন।
এই যাকাতের টাকা তাকেই দিতে হবে, আর আপনার বাবা,মা বা দাদা তারা
কেউ আপনার বোনকে তাদের যাকাতের টাকা দিতে পারবেনা।
الفتاوى
الھندية: (189/1، ط: دار الفکر)
"ولايجوز
دفعها إلى ولد الغني الصغير، كذا في التبيين. ولو كان كبيراً فقيراً جاز، ويدفع
إلى امرأة غني إذا كانت فقيرةً، وكذا إلى البنت الكبيرة إذا كان أبوها غنياً؛ لأن
قدر النفقة لايغنيها، وبغنى الأب والزوج لاتعد غنية، كذا في الكافي"
সারমর্মঃ ধনীর ছোট ছেলেকে যাকাত দেয়া জায়েজ নেই। যদি বড় হয় ও দরিদ্র হয়, সেক্ষেত্রে তাকে যাকাত দেয়া যাবে। অনুরূপ ভাবে
বড় মেয়েকে যাকাত দেয়া যাবে, যদিও তারা বাবা ধনী হোক।
,
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী বোন!
,
১. না, আপনার বাবা আপনাকে
যাকাতের টাকা দিতে পারবে না।
২. জ্বী হ্যাঁ, আপনার
বোন (আপনি যাকাত গ্রহণের হকদার হলে) আপনাকে যাকাত দিতে পারবেন।
আরো বিস্তারিত জানুন
- https://ifatwa.info/75628/