https://ifatwa.info/85369/?show=85407#a85407
এই লিংকে ১নং প্রশ্নতে আমি বলেছিলাম যে,বিয়ের আগে আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তাকে আমি ম্যাসেজ এ বলেছিলাম যে," দেখো আমরা তালাক নিয়ে অনেক আলোচনা করেছি। আমাদের মনে হয় তালাক হয়ে গিয়েছে। এখন বিয়ে করলে আমি তোমার জন্য হারাম হয়ে যাবো, হারাম হয়ে গেছি। তুমি আমার জন্য হারাম হবে যাবা। বিয়ে হারাম হবে। একে অন্যর জন্য হারাম হয়ে যাবো। " সে তখন রিপ্লাই দিয়েছিল যে - ( ওকে, হুম, আচ্ছা। আমাদের যেহেতু ওটা( তালাক) হয়ে গেছে তোমার বিয়ে করার দরকার নাই।) তুমি এমন মনে করলে বিয়ে করার দরকার নাই।
এই প্রশ্নের আপনারা উত্তর দিয়েছেন যে, *এতে বিয়ের পরে কোনো শর্তযুক্ত তালাক হবে না*
১))) কিন্তু এখন আমার প্রশ্ন হলো আমি যে এভাবে "আমরা বিয়ে করলে বিয়ে হারাম হবে, আমি তোমার জন্য হারাম হয়ে যাব,তুমি আমার জন্য হারাম হবে "। এগুলা বলার কারনে কি কোনো কসমের আওতায় পড়বে?
২))) সেই ছেলের সাথে বিয়ে হলে বিয়ের পরে কি এখন কোনো কাফফারা দিতে হবে?
৩)) কাফফারা দেয়া না দেয়ার সাথে বিবাহিত জীবনের কোনো সমস্যা হবে? বিয়ে অবৈধ টাইপ কিছু?
৪)) " আমরা বিয়ে করলে বিয়ে হারাম হবে, আমি তোমার জন্য হারাম হয়ে গেছি " এগুলা কথা প্রশ্ন করার জন্য অনেক বার বলেছি। লিখেছি।এতে কি কোনো সমস্যা হবে?