আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাজ আমি অনেক দিধার মধ্যে আছি আমার পারিবারিক কিছু বিষয় নিয়ে। আমার বাবা পরকীয়ায় আসক্ত। অনেকবার বোঝানোর পরেও কোনো কাজ হয়নি, তবে তিনি এখনো আমাদের পড়াশোনার খরচ দেন। কিন্তু এখন যার সঙ্গে তিনি পরকীয়ায় জড়িত, সেখানে একটি বাচ্চা হয়েছে। মাঝে মাঝে তিনি বলেন যে, এটি তারই মেয়ে, তাই তার জন্য খরচ পাঠানো লাগবে।
তারা আসলেই বিয়ে করেছেন কি না, সেটি তিনি নিশ্চিতভাবে বলেন না। আবার আমরা যদি বলি যে, বিয়ে করে ফেলুন, তাহলে তিনি শুধু বলেন যে সময় হলে করবেন। যেই মহিলার সঙ্গে এই পরকীয়া চলছে, তার এখনো স্বামী আছেন, যিনি বিদেশে থাকেন এবং তাদের এখনো ডিভোর্স হয়নি।
এই বিষয়টি নিয়ে পরিবারে প্রতিনিয়ত ঝামেলা হচ্ছে। এরই মধ্যে আমার বাবা আমাদের কিছু জমি ছিল, সেগুলো বিক্রি করতে চাইছেন। কারণ হিসেবে তিনি বলছেন যে, তিনি বাড়ি করবেন, নতুন বিয়ে করবেন এবং ব্যবসা করবেন।
এখন আমার করণীয় কী?
আমি পরিবারের বড় সন্তান। আমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতে কখনোই ভালো লাগে না, তাই আমি চাই যে, তার সঙ্গে যেন কোনো ধরনের কথা-কাটাকাটি না হয় এবং যত কম সম্ভব কথা বলার চেষ্টা করি।
আমার প্রশ্নসমূহ:
১. তিনি বলেছেন যে, তিনি বিয়ে করেছেন এবং ওই বাচ্চাটি তার। এই বিয়ে কি শরিয়ত অনুযায়ী বৈধ হবে?
২. ওই বাচ্চার বিধান কী হবে? সে কি আমার বাবার সম্পত্তির ভাগ পাবে?
৩. কিছুদিন আগে আমার বাবা একটি জমি কিনেছেন, যা তিনি আমার এবং আমার ভাইয়ের নামে লিখে দিয়েছেন। আমার একজন বোনও আছে। এখন আমার প্রশ্ন হলো, ওই জমিতে আমার বোনের কোনো অংশ আছে কি না?
৪. যদি থাকে, তাহলে আমি সেটাকে কীভাবে দেব? কারণ এখন তো আমার দেওয়ার সামর্থ্য নেই। যখন হবে, তখন সেটাকে কীভাবে দেব?
৫. এরপর তিনি যে জমিটি বিক্রি করতে চাইছেন, সেখানে আমার মায়ের কিছু অংশ আছে। তিনি চান আমার মা যেন সেই অংশ লিখে দেন, কারণ তিনি বলেছেন, “আমি আমার টাকা দিয়ে কিনেছি, এটা আমার জমি, তাই আমার নামে লিখে দাও।” কিন্তু আমার মা সেটা দিতে চাইছেন না আমাদের কথা ভেবে। এখন তার কী করা উচিত?
৬. তিনি কি ওই জমি লিখে দিতে অস্বীকার করতে পারবেন? নাকি সেটি এখনো আমার বাবার জমি হিসেবেই গণ্য হবে?
৭। আর তিনি মাঝে মাঝে বলেন যে, যার সঙ্গে তিনি এখন পরকীয়া করছেন, সে যদি তার কাছে না আসে, তাহলে তিনি তার সন্তানকে নিয়ে আমাদের কাছে দিয়ে যাবেন। তিনি কি এটা করতে পারেন?
আর আমি আসলে কী করতে পারি? কীভাবে কারও সঙ্গে ঝগড়া বা মনোমালিন্য এড়িয়ে চলতে পারি? আমাকে পরামর্শ দিন, উস্তাদ।
৮। আমি কিছু টিউশন করিয়ে টাকা উপার্জন করি। কিন্তু তিনি কখনও আমাকে জিজ্ঞাসা করেননি যে, আমি টিউশন করাই কিনা বা আয় করি কিনা।
শুধু মাঝে মাঝে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন, আমি কোথায় আছি। তখন আমি বলি যে, বাইরে আছি। আসলে আমি আমার আয়ের বিষয়টি বলতে চাইনি, কারণ আমি কিছুটা সঞ্চয় করার চেষ্টা করছি। এভাবে সঞ্চয় করা কি ঠিক হচ্ছে?
তিনি হয়তো বুঝতে পারেন যে, আমি টিউশন করাই, কিন্তু তিনি আমাকে সরাসরি জিজ্ঞাসা করেন না। এজন্য আমিও কিছু বলিনি। শুধু যদি বলি "কোথায় আছি" তখন আমি "টিউশনে আছি" না বলে শুধু বলি "বাইরে আছি"— এটা কি মিথ্যা বলা বা প্রতারণার মধ্যে পড়বে?