আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহি ওয়াবারকাতুহ।
আমার গত মাসে যে পিরিয়ড হয়েছিল তার ২০ দিন পর এখন আবার হয়েছে।তবে গত মাসের টা একদম স্বাভাবিক পিরিয়ডের মতোই ছিল কিন্তু এই বারের টা একদম অস্বাভাবিক।এমন টা আমার অনেক সময় হয়।সেটা হচ্ছে যখন থেকে এই ধরনের পিরিয়ড শুরু হয় তখন থেকে একদম স্বাভাবিক সাদাস্রাবের সাথে সামান্য রক্তের দাগ দেখা যায়।এখন যে পিরিয়ড টা চলছে সেটা হচ্ছে একদম পুরোটা স্বাভাবিক সাদাস্রাবই,শুধু মাঝে মাঝে সাদাস্রাবের সাথে একদম সুঁইয়ের আগার থেকেও কম পরিমাণ রক্তের দাগ দেখা যায়।যেটা একদম ভালো ভাবে না দেখলে বুঝাই যাবেনা যে এটা রক্ত।আগে যখন এই সমস্যা দেখা যেতো তখন সুঁইয়ের আগার পরিমাণের থেকে আরো বেশি রক্তের দাগ দেখা যেতো।এবার শুধু সুঁইয়ের আগার পরিমাণের থেকেও কম দেখা যাচ্ছে।হয়তো ১০ দিনের ভিতরে এই পরিমাণের থেকেও আরেকটু বেশি রক্ত দেখা যেতে পারে।এই রক্ত টা আবার সব সময় দেখা যায় না।সারাদিনে হয়তো একবার দেখা যায়।কখনো কখনো সারাদিনে একবারও দেখা যায়না।তখন একদম স্বাভাবিক সুস্থই থাকি।এরপরের দিন হয়তো আবার একটা সুঁইয়ের আগার পরিমাণের থেকেও কম পরিমাণে একটু দেখা যায়।এই সমস্যাটা আমার ১০দিনের থেকেও বেশি থাকে।কখনো কখনো মাস অবধিও থাকে।এর মধ্যে একবারও পিরিয়ডের মতো স্বাভাবিক রক্তস্রাব বের হয়না।এখন আমি জানি একটু রক্তের দাগ এখন দেখা গেলেও পরে অনেক সময় ধরে এটা আর দেখা যাবেনা।কিন্তু ১০দিনের ভিতরে এটা কয়েকবারই দেখা যাবে।কারণ এই সমস্যাটা আমার সাথে এই পর্যন্ত একই নিয়মে অনেক বার হয়েছে তাই এটার সম্পর্কে একটা খুব ভালো ধারণা আছে আমার।এমন ধারণা থাকার শর্তেও আমি যদি ১০ দিনের মধ্যে যখন রক্তের দাগ দেখা যায়না তখন গোসল করে নামায,রোজা আদায় করি তাহলে কি আমার গুনাহ হবে?নাকি এক পিরিয়ড থেকে অন্য পিরিয়ডের ব্যবধান ১৫ দিন পার হয়ে যাওয়ায় এই সমস্যাটা কে পিরিয়ড ধরবো?মূলত যখন রক্তের দাগ দেখা যায় না তখন এই সাদাস্রাব দেখে আমার কাছে ভয় লাগে।দেখতে একদম স্বাভাবিক সাদাস্রাবের মতো লাগার কারণে আমি ভয়ে নামায আদায় করি।এখন রোজা কি রাখবো নাকি রাখবো না?