আমার শাশুড়ীর ১ ভরি, জায়ের ১ ভরি সাড়ে ৬ আনা, আর আমার প্রায় ৫ ভরি বা তার আশেপাশে স্বর্ণ আর ১জোড়া নুপুর আছে। আমার ৩০ হাজার টাকা ঋণ আছে। আমার কোনো নগদ টাকা নেই, কিন্তু একটা গরু আছে।
যাকাত দিলে আমরা ৩ জন আলাদা আলাদা ভাবে যাকাত দিবো। এক্ষেত্রে আমাদের ৩জনেরই কি যাকাত ফরজ? যেহেতু সোনা এখন প্রায় দেড় লাখ টাকা ভরি। রূপার দাম আমার জানা নেই