জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রোযা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে বা ইনজেকশন ইত্যাদি দ্বারা রক্ত বের করলে রোযা ভাঙ্গবে না। তবে ইচ্ছাকৃতভাবে এ পরিমাণ রক্ত বের করা মাকরূহ, যার দ্বারা রোযাদার খুব দুর্বল হয়ে যায়।
সাবেত আলবুনানী রাহ. বলেন, আনাস রা. কে জিজ্ঞাসা করা হল রোযার হালতে শিঙ্গা লাগানোকে আপনারা কি মাকরূহ মনে করতেন? তিনি বলেন, ‘না। তবে এ কারণে দুর্বল হয়ে পড়লে তা মাকরূহ হবে।’-সহীহ বুখারী, হাদীস ১৯৪০; আলমুহীতুল বুরহানী ৩/৩৫৬
দাঁত থেকে রক্ত বের হয়ে যদি তা থুথুর সাথে ভেতরে চলে যায় তবে রক্তের পরিমাণ থুথুর সমান বা বেশি হলে রোযা ভেঙ্গে যাবে।-আলবাহরুর রায়েক ২/২৭৩; রদ্দুল মুহতার ২/৩৯৬
রোজা অবস্থায় দাঁত ভরে দিলে রোজা ভেঙ্গে যাবে না, তবে যদি এই ফিলিং বা ওষুধের উপাদান ব্যবহার করা হয় এবং এর উপাদান গলায় প্রবেশ করে তাহলে রোজা ভেঙ্গে যাবে, তাই জরুরী প্রয়োজন ব্যতীত রোজা রাখা থেকে বিরত থাকুন।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
রোযা অবস্থায় দাঁতে ক্যাপ/ক্রাউন (ডেন্টাল সার্জারি) করলে রোযার ক্ষতি হবেনা।
তবে যদি এর উপাদান বা থুথু ব্যাতিত অন্য কোনো কিছু গলায় প্রবেশ করে,অথবা রক্ত বের হয়ে তাহা গলায় চলে যায়,সেই রক্তের পরিমাণ থুথুর সমান বা বেশি হলে রোযা ভেঙ্গে যাবে।
এমতাবস্থায় শুধুমাত্র কাজা আবশ্যক হবে। কাফফারা নয়।