আসসালামু আলাইকুম। একদিন আমি আব্বাসী হুজুর এর একটা লাইভ দেখতেছিলাম। সেখানে তিনি কাকে যেন কাফের বলতেছিল। আমার মা পাশে থেকে শুনে বলতেছে- "এগুলা শুইনো না, যায়ে দেখো তাদের বাড়িতে আরো বেশি ঝামেলা ". আমার মা দেখেও নাই কে কথা বলতেছে। পুরা কথাটা শুনেও নাই। একটু শুনেই এটা বলে দিছে। পরে আমি টেনশন করতেছিলাম কেন এই কথা বললো, তখন আমার মা বলতেছে- " আচ্ছা তুমি টেনশন কইরো না, পাপ হইলে আমার হবে। আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নিতেছি"
প্রশ্ন: ১) আমার মায়ের "এগুলা শুইনো না, যায়ে দেখো তাদের বাড়িতে আরো বেশি ঝামেলা" এই কথা বলার কারনে কি ইমানে কোনো সমস্যা হবে?
#### আর একদিন আমি অনেক মন খারাপ করে ছিলাম। পরে আমার মা নামাজ এর সময় ওযু করে আমার কাছে আসছে। আমাকে বুঝাইতেছে কেন মন খারাপ করতেছি। তখন আমি আমার মা কে বলি যে, তুমি নামাজ পড়তে যাও। তখন আমার মা আমাকে বলে যে " তুমি এমন করলে আমি নামাজ পড়বো কিভাবে? " এটা বলতে বুঝিয়েছেন যে, নামাজ একটু পরে পড়বে। আমি এমন মন খারাপ করলে আম্মুর ও মন খারাপ হয়।
২) নামাজ নিয়ে এই কথা বলার কারনে কি আমার মায়ের ইমানে কোনো সমস্যা হবে?
৩) প্রায়ই দেখা যায় অনেকেই আলেম দের নিয়ে মন্তব্য করে, যেমন "এই আলেম খারাপ, এই আলেম এটা করছে, অমুক খারাপ কাজ করছে, তার জীবনের ঠিক নাই মানুষ কে বানী শুনায় "। আলেম হওয়ার কারনে না, নরমালি মানুষ এমন বলতেই থাকে তাদের ব্যাপারে। তাদের বিভিন্ন কথা, কাজের কারনে। তো এগুলা বললে কি ইমান চলে যাবে?
দয়া করে উত্তর দিবেন হুজুর।