আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমি নিচের ক্যাশব্যাক নিয়ে প্রশ্নটা ৪/৫ দিন আগে হবে মুসলিম বাংলায় করেছি তো আমার প্রশ্ন আর ওনাদের উত্তর আমি কপি করে সেম টু সেম এইখানে নিচে উল্লেখ করেছি আর কথা হচ্ছে ওনারা উত্তর যেইটা বলছে/দিয়েছে এইটা কি ঠিক মানে ক্যাশব্যাক এর টাকা ব্যবহার তো করতে পারবো কোন সমস্যা তো নেই যেহেতু উত্তর এর নিচে পরামর্শ ও দিয়েছে যে কোন কোন ওলামায়ে কেরাম নাজায়েজও বলে থাকেন। তাই এর থেকে বিরত থাকাই উত্তম। তো আমি কিছুটা বলতে পারেন confuse মনে হচ্ছে যে এখন আমি এই ক্যাশব্যাক ব্যবহার করতে পারবো বা আমি ইতিমধ্যে যদি এই ক্যাশব্যাক এর টাকা ব্যবহার ও করে ফেলি এতে কি আমার গুনাহ হয়েছে বা হবে নাকি জায়েজ হবে বা হয়েছে এই টাকা ব্যবহার করা বা ব্যবহার করতে পারবো ভবিষ্যৎ এ যদি বিকাশ বা নগদ থেকে এমন ক্যাশব্যাক পায় আবার ও কোন ভাবে❓
আশা করি আপনারা আমাকে এই নিয়ে আরেকটু বুজাবেন যেন এই নিয়ে আমার মধ্যে confusing আর না হয়। এবং আপ্নারা হয়ত জানেন যে বিকাশে অ্যাকাউন্ট করলে বা account এর সেটআপ/পিন সেট পুরা করার পরে বিকাশ থেকে এমন ক্যাশব্যাক দেয়. এবং যেই ক্যাশব্যাক পেয়েছি বিকাশ account করার পরে তার মধ্যে থেকে হুজুর ২০ টাকা আমি ফোন এ research ও করি আমার রবি সিম এ আর বিকাশে এ আছে এখন মাএ ০৫ টাকা তো আমাকে জবাব টা দিয়ে বুজিয়ে দিবেন যে আমি এই ক্যাশব্যাক এর পুরা টাকা ব্যবহার তো করতে পারবো।
নিচে আমার ক্যাশব্যাক এর প্রশ্নটা এবং উত্তর টা উল্লেখ্য করেছি হুজুর এর দেওয়া যেইটা মুসলিম বাংলা অ্যাপ এ জিজ্ঞাসা করেছি:
আমি বিকাশ account করেছি আজকে তো বিকাশ account করার পরে আমাকে মোট ২৫ টাকা ক্যাশব্যাক দিয়েছে এই টাকা কি আমি ব্যবহার করতে পারবো ❓
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এটি আপনার জন্য উক্ত কোম্পানীর পক্ষ থেকে হাদিয়া ধরা হবে। তাই উক্ত ক্যাশব্যাক ব্যবহার করাতে কোন সমস্যা নেই।
عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّاسَ، كَانُوا يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ، يَبْتَغُونَ بِهَا ـ أَوْ يَبْتَغُونَ بِذَلِكَ ـ مَرْضَاةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, লোকেরা তাদের হাদিয়া পাঠাবার জন্য ‘আয়িশা (রাঃ) এর নির্ধারিত দিনের অপেক্ষা করত। এতে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করত। [বুখারী, হাদীস নং-২৪০৪]
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “إِذَا أُتِيَ بِطَعَامٍ سَأَلَ عَنْهُ أَهَدِيَّةٌ أَمْ صَدَقَةٌ فَإِنْ قِيلَ صَدَقَةٌ. قَالَ لأَصْحَابِهِ كُلُوا. وَلَمْ يَأْكُلْ، وَإِنْ قِيلَ هَدِيَّةٌ. ضَرَبَ بِيَدِهِ صلى الله عليه وسلم فَأَكَلَ مَعَهُمْ ”
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত,তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে কোন খাবার আনা হলে তিনি জানতে চাইতেন, এটা হাদিয়া, না সাদকা? যদি বলা হতো, সাদকা তা হলে সাহাবীদের তিনি বলতেন, তোমরা খাও। কিন্তু তিনি খেতেন না। আর যদি বলা হল হাদিয়া। তাহলে তিনিও হাত বাড়াতেন এবং তাদের সাথে খাওয়ায় শরীক হতেন। [বুখারী, হাদীস নং-২৪০৬]
পরামর্শ:
কোন কোন ওলামায়ে কেরাম নাজায়েজও বলে থাকেন। তাই এর থেকে বিরত থাকাই উত্তম।
আরেকটা প্রশ্ন এইটার জবাব ও আমি অনেক আগেই মুসলিম বাংলায় পেয়েছি কিন্ত তাও এখন আবারো আপনারা জবাব টা দিলে এই নিয়ে আশা করি আর চিন্তা হবে না তো আমার আরেকটা প্রশ্ন হচ্ছে :
হুজুর যদি divorce এই বাক্য এর শুধু divo কয়েকবার ইচ্চা করে বা কথার টাইপিং এ লেখে ফেলি বা লেখি এতে কি তালা''' জনিত কোন সমস্যা হবে? আমি জানি তালা'''' পুরা বাক্য না বললে না লেখলে তালা"""" হয় না তো english এ ও যদি শুধু divo লেখা হয় হোক তালা''''' এর নিয়তেই তো এর দ্বারা কি কোন সমস্যা বা তালা'''' তো হবে না ❓জানাবেন মুফতি সাহেবরা