আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
ইতিকাফ নিয়ে একটু ইনডিটেইলস জানতে চাইছিলাম।
ইতিকাফরত অবস্থায় কি কারো সাথেই কথা বলা যাবে না? প্রয়োজনেও কথা বলা যাবে না?
বা ইশারায় কথা বলা যাবে কি?
আর গোসলের বিধানটা কি?
রেগুলার করা যাবে নাকি একেবারে ইতিকাফ এর শেষের দিন?
ইতিকাফের জায়গা থেকে কি ওঠা যাবে? মানে অন্য রুমে যাওয়া যাবে কিনা।
ইতিকাফ রত অবস্থায় করণীয় বর্জনীয় গুলো জানতে চাই। প্রথমটি ছিলো আমার প্রশ্ন, এখন যেটা লিখছি, সেটি আমার কাছে একজন জানতে চেয়েছিলো, আমি সেভাবেই তুলে দিচ্ছি।
আমি জানতাম ইতিকাফে বসলে কথাবার্তা বলা যায় না,ঘরের কাজ করা যায় না আমার বয়স্ক ফুফু মনে করলেন আমার ছোট বোন আর আমি যদি বসে যাই উনি যে এটা ওটা করার জন্য ডাকে তা কে করে দিবে এইজন্য উনি রাগ ও করলেন বকা দিলেন বললেন মরব্বীদের কথা শুনা এর থেকে বেশি সওয়াব,আর একজন বসলেই নাকি সবার আদায় হয়ে যায়,তাই আমার ছোট বোন বসছিলো আমি বসিনি।
এই ব্যাপারটা তার সাথে গতবার ঘটেছে। ঘরের কাজ/মুরব্বিদের কথা শোনা বেশি গুরুত্বপূর্ণ নাকি ইতিকাফ এ বসা?