আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রাহমানির রাহিম হুজুর তালাকের বিষয়ে কিছু জানতে চাইছি আসা করি আমার পশ্নের উওর একটু তারাতারি দেবেন। (১) আমি কোনদিন আমার স্ত্রীকে তালাক প্রদান করেছি কি আমি ঠিক নিশ্চিৎ হতে পারছি না নিশ্চিৎ না হলে কি তালাক হয় (২) মাঝে মাঝে সন্দেহ হয় যে আমি কি উচ্চারণ করে তালাক দিলাম না কি মনে মনে তালাক দিলাম এই রকম সন্দেহ দ্বারা কি তালাক হয় (৩) হুজুর আমি কোনো দিন আমার স্ত্রীর উপস্থিতি তে হোক বা আমার স্ত্রীর অনুপস্থিতিতে হোক তাকাল কোনো রকম তালাক যদি দিয়ে থাকি যা আমি মনে করতে পারছি না বা ভুলে গেছি এবং এমন অবস্থায় তার সাথে সংসার করে যদি মারা যায় তাহলে আমরা সামি স্ত্রী কি কাল হাশরের ময়দানে জেনাকারী হয়ে উপস্থিত হব কি।মনে করতে না পারা বা ভুলে যাওয়া কে কি আল্লাহ্ তায়ালা মাপ করে দেবেন না কি এর জন্য আমাদের কে পাকড়াও করবেন। (৪) শুধু সন্দেহ করে স্ত্রীর সঙ্গে আলাদা হোয়া উচিত হবে।আমার চারটি পশ্নের উওর আলাদা আলাদা পয়েন্ট করে উত্তর দেবেন প্লিজ। আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আর হুজুর আর একটি বিষয় জানতে চাইছি যেটা আমি পাঁচ নম্বর পয়েন্ট করে দিচ্ছি (৫)হুজুর চার নম্বর প্রশ্ন করেছি যে শুধু সন্দেহ করে স্ত্রীর সঙ্গে আলাদা হোয়া উচিত হবে যদি ও আমি এখন পুরোপুরি আলাদা হবার পরিকল্পনা করিনি কিন্তু আপনাদের কাছে এমন করে লেখার জন্য কি আমাদের সামি স্ত্রীর সম্পর্কে কোনো প্রভাব পড়বে কী? আমার স্ত্রী এসবের বিষয় কিছু জানে না দোয়া করে জানাবেন প্লিজ আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু