আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্।
উস্তাজ আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছি।আল্লাহ সহায় হোন। আমাকে একটু পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। (আমার ফ্যামেলি -বোনের হাসবেন্ড সবাই পর্দার ব্যাপারে অনেক শীতল।)
আমার জন্য যা প্রপোজাল আসে প্রায়ই আমার বোনের হাসবেন্ড এর মাধ্যমে। এখন উনাকে আমার ফ্যামেলি ছবি দিতে বলে, পাত্রকে দেখানোর জন্য ( আজকেও চায়ল, আমি কথা থেকে বাঁচর জন্য বলছি আগামীকাল দেওয়ার চেষ্টা করব) । হিজাব পড়া,কিন্তু আমি দিই না।আমার অনেক কথা শুনতে হয়।ইভেন আমার বাসায় বলে,এমনটা করলে নিজের বিয়ে নিজে করার জন্য, আর আমি বায়ো দেখালে না করে দেয়..। আমি পর্দা করি পরিপূর্ণ,দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর আমি পর্দার বুঝ পাই, আমি ধরে রাখার চেষ্টায় আছি আলহামদুলিল্লাহ। এজন্য আমাকে নানান প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, হচ্ছে। আলহামদুলিল্লাহ । পারিবারিক পরিবেশ আমার প্রতিকূল। বলতে গেলে গাইরে মাহরাম মেইনটেইন করতে রীতিমতো যুদ্ধ লেগে যায়।তবুও আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি।আল্লাহ ফ্যামেলিকে বুঝার তাওফিক দান করুন।
উনারা বলে এ সময়ে আমি যেমনটা চাই তেমনটা কখনোই সম্ভব না।আমি অনেক বুঝাি।কেউই আমাকে বুঝতে চায় না।উল্টো আমাকেই ব্লেইম দিয়ে ডিপ্রেশনে ফেলে দেয়। এমন হালতে আছি যেটা আমি বলে বুঝাইতে পারব না।
আমি চাই এমন কেউ আমার জীবনে আসুক যে আমায় অন্যান্য বিষয়ের পাশাপাশি পরিপূর্ণ পর্দার পরিবেশ দিবে।গাইরে মাহরামের দৃষ্টির ত্রিসীমানা হতে আমাকে হেফাজত করবে।
এ যাবত আমি অনেক প্রপোজাল রিজেক্ট করেছি।
ইনকাম,পর্দার জন্য।
ফ্যামেলি অতিষ্ঠ আমার উপর। চার বছর ধরেই উনারা আমার জন্য পাত্র দেখতেছে কিন্তু..
এমতাবস্থায় আমি কী করব? ছেলেপক্ষ যে আমার ছবি চায় তাও আমার বোন জামাই এর সাহায্যে উনি (দুলাভাই,প্রস্তাব উনার মাধ্যমে আসে)তো আমার মাহরাম নন। গাইরে মাহরাম এর মাধ্যমে ছবি চাচ্ছে এতে কি বুঝা যায় তার মধ্যে পর্দার শীতিলতা আছে?ছেলের ব্যাপারে আমি ইন ডিটেইলস এখনো জানি না।
এতটুকু জানতে পারছি ছেলের ইনকাম হালাল।
মেহেরবানি করে বলবেন আমি কী করতে পারি?আমি মানসিক ভাবে নাজুক অবস্থায় আছি।কী করব কিছুই বুঝে আসছে না। আগামীকাল আমাকে কিছু একটা বলতে হবে। দুনিয়াদারি অসার লাগতেছে। পরামর্শ পাওয়ার আশায় আপনাদের দারস্থ হলাম।আমাকে একটু পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। জাঝাকাল্লাহু খইর