আসসালামুয়ালাইকুম
আমি কুরআন পড়তে পারি না।তাই আমি সহিহ ভাবে কোনো কিছু উচ্চারণ করতে পারি না।আগে একদম ই কুরআন শেখা হয়নি। বর্তমানে কুরআন পড়া শিখছি।একটা বিষয় নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছি।তাই ইস্তিখারার নামাজ পড়তে চাই।এখন আমার প্রশ্ন হলো
১) ইস্তিখারার নামাজে একটা দোয়া পড়তে হয়।আমি যে সঠিকভাবে উচ্চারণ করতে পারি না তাই আমি হয়তো শুধুমাত্র ঐ দোয়াটার বাংলা যে উচ্চারণ আছে সেটা দেখে মুখস্ত করতে পারবো। আমি যদি শুধু বাংলা উচ্চারণ টা মুখস্ত করে দোয়া টি নামাজে পড়ি তাহলে কি কোনো সমস্যা হবে?? যেহেতু আমার উচ্চারণ সহিহ নয় আর উচ্চারণ সঠিক না হলে অর্থ পাল্টে যায় তাই এভাবে দোয়া পড়লে কি কোনো সমস্যা হবে আমার নামাজ হবে??
(বি.দ্র. ফরজ নামাজের সূরা দোয়া তাসবিহ এগুলোর উচ্চারণ ও আমার সঠিক নয়। যেহেতু কুরআন পড়তে জানতাম না তাই উচ্চারণ সঠিক নয় । এগুলো শুধু বাংলা উচ্চারণ মুখস্ত করে নামাজ পড়ি। তবে এখন কুরআন পড়া শিখছি।)
২) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েজ নিয়ে সিদ্ধান্তহীনতায় আছি। আমি যদি একবার ইস্তিখারার নামাজ পড়ি তাহলে কি ফলাফল পাবো?? কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন একদম শেষের দিকে।
৩)আর আমি যদি ইস্তিখারার নামাজ না পড়ে শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ কে বলি আল্লাহ বুঝতে পারছি না কোনটা আমার জন্য ভালো,কোনটাতে চয়েজ দিব আমাকে সাহায্য কর। এভাবে যদি আল্লাহর কাছে সাহায্য চাই বা দোয়া করি তাহলে কি হবে? ইস্তিখারার নামাজ না পড়ে।
৪) ধরুন একজন ব্যক্তি কুরআন পড়া আগে শেখেনি।একদম ই পড়তে জানে না।এখন সে নতুন করে কুরআন পড়া শেখা শুরু করে দিয়েছে।এখন কি সে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলতে পারবে জিকির করতে পারবে? বিভিন্ন ধরনের দোয়া মুখস্থ করে পড়তে পারবে??এখন যদি সে এগুলো পড়ে তাহলে কি তার গুনাহ হবে??নাকি কুরআন পড়তে পারা পর্যন্ত অপেক্ষা করতে হবে, উচ্চারণ সঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে??তার নামাজ কি কবুল হবে??
৫) আমি একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছি যেখানে সহশিক্ষা আছে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় হওয়ায় সেখানে ক্লাস না করে শুধু পরীক্ষা দিলেও হবে।এই কলেজটি আমার বাসার কাছাকাছি হওয়ায় আমার জন্য সুবিধার হওয়ায় আমি এখানে ভর্তি হতে চাচ্ছি। আবার দুটি মহিলা কলেজ রয়েছে যেগুলো আমার বাসা থেকে অনেক টা দূরে অন্য জেলায় অবস্থিত যদিও সফরের দূরত্ব নয়।তার চেয়ে কম দূরত্বে আছে।কিন্তু আমি সেখানে পড়তে চাচ্ছি না।আর ওই মহিলা কলেজগুলোতে যে শুধু মহিলারাই রয়েছে তা তো নয়। অনেক পুরুষ শিক্ষক ও থাকে। সেখানে শুধু শিক্ষার্থীরাই ছাত্রী কিন্তু শিক্ষক মহিলা পুরুষ উভয়ই থাকে। সেখানে পড়লেও তো পুরুষ শিক্ষকদের ক্লাস করতে হবে।
তাই আমি যদি আমার বাসার কাছের জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে ভর্তি হয়ে ছেলেদের ও পুরুষ শিক্ষকদের থেকে দূরত্ব বজায় রেখে পড়াশোনা করি তাহলে কি হবে? জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাস না করে শুধু পরীক্ষা দিলেও হয়।তাই আমি যদি ক্লাস না করে শুধু পরীক্ষায় অংশগ্রহণ করি তাহলে কি আমি এই কলেজে পড়তে পারবো?
দয়া করে একটু তাড়াতাড়ি উত্তর দিয়েন।জাজাকাল্লাহ খাইর।