আসসালামু আলাইকুম।
আমি অবিবাহিত, কয়েক বছর ধরে আল্লাহর কাছে একজন উত্তম দ্বীনদার জীবনসঙ্গী চেয়ে আসছি।আমি একটা ব্যাপারে খুব কঠিন সমস্যায় পড়েছিলাম যা সহ্যের বাইরে ছিল আমার জন্য, যে সমস্যার জন্য আমি বিয়ে নিয়ে দুয়াও মাঝে মাঝে করতে পারতাম না।আমার মাথায় একদিন বলা যায় কোনো ধরনের ক্লু ছাড়াই একটা নাম মনে আসছে যেটা আমি ভাবছিলাম আমার জীবনসঙ্গীর নাম,সেই সাথে আরও একটা জিনিস।আমি সেই সমস্যার মাঝে হুট করেই পরপর ৩ টা স্বপ্ন দেখি, বিয়ে,বাচ্চা,পাত্র এই রিলেটেড যদিও বিয়ে নিয়ে তখন আমি ভাবছিলামই না,যেহেতু অন্য সমস্যায় জর্জরিত ছিলাম। এর কয়েকদিনের মধ্যেই আমার একজন পুরুষের সাথে দেখা হয়,একদমই অনিচ্ছাকৃতভাবে এবং বিপদে পড়ে প্রয়োজনে সেই সমস্যার জন্যই,উনি সেটা সমাধান করতে পারবে এমন। এই লোকটার সাথে পরিচয় হওয়ার পর আমার সামনে কয়েকটা জিনিস ঘটেছে।
১.আমার মনে যে নামটা এসেছিল উনারও সেই নাম এবং আরও একটা ব্যাপার ভেবেছিলাম সেটাও উনার মধ্যে আছে।
২.আমি যে সমস্যার জন্য খুব চিন্তায় ছিলাম,যখন ক্রমাগত ইস্তেগফার পড়ছিলাম তখন সর্বপ্রথম উনার মেসেজই পেয়েছিলাম।
৩.আমি উত্তম জীবনসঙ্গী চেয়ে আল্লাহর কাছে কান্নারত অবস্থায়ও উনার মেসেজ পেয়েছি।
যদিও উনি প্রয়োজনেই মেসেজ দিয়েছেন এবং কেউ কারও সাথে অনর্থক কথাও হয়নি। উনার অন্তরের খবর আমি জানি না আসলেই উনার অন্য কোনো উদ্দেশ্যে ছিল কিনা।
৪.উনার মাঝে এমন কিছু বৈশিষ্ট্য দেখেছি যা আমি আল্লাহর কাছে চেয়ে আসছি,যদিও আমি খুব কমই জানি।
৫. আমি উনাকে নিয়ে কয়েক মাসের ব্যবধানে কিছু স্বপ্ন দেখেছি।যার মধ্যে ২ টা স্বপ্ন উনার জীবনের অনেক বড় ঘটনা।আর ২ টা স্বপ্নই সত্যি হয়েছে এবং হুবুহু তাই ঘটেছে উনার জীবনে কিন্তু উনি নিজেই জানেন না যা আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন। এমনকি আমি আমি লাস্ট উনার সাথে আমার বিয়েও স্বপ্ন দেখেছি।
৫.যেহেতু বিয়ে নিয়ে আমি খুব স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছি,মানসিকভাবে বিপর্যস্ত।আমি আমার বোনকে বলছিলাম যেন আমার সাথে যার বিয়ে হবে উনিও আমার মত মানসিক সমস্যায় পড়ে,কথার কথা।ঠিক তার পরদিন সেই লোকটা মানসিক সমস্যার মধ্যে আছে জানতে পারি এবং সেই ২ টা স্বপ্ন যে সত্যি হয়েছে সেটাও আমি জানতে পারি এবং উনি সেজন্যই মানসিকভাবে বিপর্যস্ত যেটা উনার জীবনের সাথে জড়িত।
এরকম আরও কিছু ঘটনা আছে যা এই স্বল্প পরিসরে লেখা সম্ভব নয়।এই জিনিসগুলো ওই লোকটা কিছুই জানেনা,আমিই জানি শুধু।খুব প্রয়োজনেই উনার সাথে আমার কথা হয়েছিলো, অনেকটা অনিচ্ছাকৃতও।আমার চিন্তা,স্বপ্ন,চাওয়া অনেক কিছুই কীভাবে মিলে গেল এটা ভেবে আমি অবাক হই,এই সবিকছু তো আমার ইচ্ছাকৃত কিছু না।এটা কী কো-ইনসিডেন্স,নাকি দুয়া কবুলের আলামত,নাকি পরীক্ষা....এই সবকিছু ভেবে আমি চিন্তিত হয়ে গিয়েছি,অস্থিরতা কাজ করছে।আমি আল্লাহর কাছে আগে যেমন জীবনসঙ্গী চেয়ে গিয়েছি এখনও তেমন ভাবেই চেয়ে যাচ্ছি।নিয়মিত ফরয আমল,কুরআন তিলওয়াত, ইস্তেগফার, দুরুদ, তাহাজ্জুদ আদায় করি,ইসলামিক বই পড়া,লেকচার শোনা,চেষ্টা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। সেই লোকটার সাথে আমার কোনো যোগাযোগ নেই,আপাতদৃষ্টিতে আর হওয়ার সম্ভাবনাও নেই।কিন্তু ওই ব্যাপারগুলো আমাকে খুব ভাবিয়ে তুলছে,আমার বেশীরভাগ স্বপ্নই সত্যি হয়।
আমাকে কিছু পরামর্শ দিলে উপকৃত হতাম।আমার মধ্যে ভয়,অস্থিরতা কাজ করছে। কীভাবে এসব চিন্তা থেকে বের হবো?