আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
23 views
in সালাত(Prayer) by (2 points)
রমজান মাসে মসজিদে খতমে তারাবীহ পড়া হয়। খতমে তারাবীহ র ইমাম তথা হাফেজদের কে হাদিয়া দেওয়া হয়। কেউ কেউ এই বিষয় টি কে প্রশ্নবিদ্ধ করে।
খতমে তারাবীহ পড়িয়ে বেতন, হাদিয়া নেওয়া কি জায়েজ ?  বা হাদিয়া দেওয়া কি জায়েজ ?
( আমরা তো হাফেজদের মহব্বত করে হাদিয়া প্রদান করি)

1 Answer

0 votes
by (616,950 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যেহেতু বিষয়টা অত্যান্ত স্পর্শকাতর ও তুমুল বিতর্কিত, তাই এ বিষয়ে আমার মত নাদান ব্যক্তির কিছু বলা মুনাসিব হবে না। সেজন্য আমি দারুল উলূম দেওবন্দের একটি ফাতাওয়ার অনুবাদ করে দিচ্ছি,
দারুল উলূম দেওবন্দ, অনলাইন ফাতাওয়া নং-
فتوی: 1171-406/L=9/1434 (۱) (۲) 

تراویح پر اجرت لینے والے کی اقتداء میں نماز مکروہ تحریمی ہوگی۔ (۳) (۴) اگر کوئی حافظ بغیر اجرت کے پڑھانے پر راضی نہ ہو تو الم ترکیف سے تراویح پڑھی جائے، یا چند مختصر سورتوں سے تراویح کی نماز ادا کرلی جائے، اگر اس پر بھی کوئی راضی نہ ہو تو تنہا بیوی کے ساتھ تراویح کی جماعت کرسکتے ہیں؛ لیکن ایسے شخص کا نہ ملنا جو الم ترکیف یا چند مختصر سورتوں سے تراویح کی نماز پڑھا سکے نادر الوقوع ہے۔
তারাবিহ পড়িয়ে যারা টাকা নেন, তাদের পিছনে তারাবিহর নামায পড়া মাকরুহে তাহরীমি। যদি কোনো হাফেয টাকা ব্যতিত তারাবিহর নামায পড়াতে রাজী না হন, তাহলে সূরায়ে ফিল থেকে সূরায়ে নাস পর্যন্ত তিলাওয়াত করে অথবা কুরআনের বিশেষ কিছু সূরা পড়ে নামায পড়াই শ্রেয়। যদি এতেও কেউ রাজী না হয়, তাহলে ঘরে বিবিকে সাথে নিয়ে নামায পড়াই উচিৎ। সমাজের অধিকাংশ লোকের  সূরা নাস থেকে সূরা ফিল পর্যন্ত মুখস্থ রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/67023

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রমজানে কোনো হাফিজ সাহেবের পিছনে নামায পড়ে,তাকে ভালো লাগলে, ব্যক্তিগতভাবে তাকে হাদিয়া দিতে পারবেন। এতেকরে সেটা বিনিময়ের পর্যায়ভুক্ত হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...