ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
বাবার ইনকাম হারাম হলেও বাবার উপর শরীয়ত কর্তৃক মেয়েকে লালন পালন করা ওয়াজিব।হারাম খাওয়ানোর দরুণ বাবাকে জবাবদিহি করতে হবে।তবে মেয়ে নিরাপরাধ হিসেবেই থাকবে। নাবালক ছেলে সন্তান এবং সকল বয়সের মেয়ে সন্তানের লালনপালনের দায়িত্ব নিকটাত্মীয় মাহরাম পুরুষের উপর।পিতা,ভাই,চাচা ইত্যাদি মাহরাম পুরুষরা ধারাবাহিক মেয়ে সন্তানদের লালন-পালনের দায়িত্ব গ্রহণ করবে। এটা তাদের উপর ওয়াজিব।তারা এ দায়িত্ব পালন না করলে গোনাহগার হবে।
ونفقة البنت بالغة والابن بالغا زمنا أو أعمى على الأب خاصة به يفتى
বালেগ মেয়ে এবং বালেগ পঙ্গু বা অন্ধ ছেলের ভরণপোষণের দায়িত্ব পিতার উপর।এটার উপরই ফাতাওয়া।(আল-উকুদুদ-দুররিয়া-১/৮২) বিস্তারিত জানুন-
https://www.ifatwa.info/2362
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি তো নিজ জরুরত পর্যন্ত অভিভাবকের হারাম ইনকাম থেকে গ্রহণ করতে পারবেন। হ্যা, সর্বদা তাদের হেদায়তের জন্য দু'আ করবেন। এবং তাদেরকে নাসিহা করবেন।
(২)
ফিলিং/ মেটাল ফিলিং এর কারণে ওযুতে কোনো সমস্য হবে না। চায় সহজেই খুলা যাক বা না।
ফরয গোসলের বেলায় বিধান হল,
যদি এগুলো একজাষ্ট করা থাকে, সহজেই খুলা যায় না যায়, তাহলে ফরয গোসলের কোনো সমস্যা হবে না। তবে যদি সহজেই খুলা যায়, তাহলে ফরয গোসলে খুলতে হবে।
لما في الفتاوی للشامية:
"(قوله وكذا الإناء المضبب) أي الحكم فيه كالحكم في المفضض يقال باب مضبب أي مشدود بالضباب وهي الحديدة العريضة التي يضبب بها وضبب أسنانه بالفضة إذا شدها بها مغرب." (كتاب الحظر والابحة، ج:6، ص:344، ط:ايج ايم سعيد)
وفي الفتاوی الشامية:
"(و) لا يمنع (ما على ظفر صباغ و) لا (طعام بين أسنانه) أو في سنه المجوف به يفتى.
(قوله: به يفتى) صرح به في المنية عن الذخيرة في مسألة الحناء والطين والدرن معللا بالضرورة."(كتاب كتاب الطهارة، مطلب فى ابحاث الغسل، ج:1، ص:154، ط:ايج ايم سعيد)