Assalamualaikum wa rahmatullahi wa barakatuh
আমি স্বপ্নে দেখলাম পরিষ্কার রাস্তা , বাগান বাগানে অনেক ফুল , সেখানে সবাই যেতে পারে না নিষেধ কিন্তু আমি যাইতে পারব , আমি গেট খুলে ঢুকে যাই বাগানে তখন দেখি একটা বিমান সেখান থেকে আকাশে উড়ে যাচ্ছে
এছাড়াও আমি ইদানিং যা কিছুই স্বপ্নে দেখি সব একদম পরিষ্কার থাকে
এই স্বপ্নের ব্যাখা কি হতে পারে উস্তাদ??