আসসালামু আলাইকুম
আমি ইউটিউবে ইউসুগ জুলেখা সিরিজ দেখার সময় বাদশাহ অখনাতুন এর স্ত্রীর চরিত্রের নারীর চেহারা দেখে আমার ভিতর কাম উত্তেজনা চলে আসে।
এতে কি আমার ঈমাণ ভঙ্গ হয়ে গেছে? এতে কি আমার বিবাহের কোন সমস্যা হবে?
আমি নিয়মিত না হলেও নামাজ নামাজ কালাম পড়ি। প্রতিদিন ৩/৪ ওয়াক্ত। তবে বাকি সালাত আদায় না করার জন্য আমি খুব অনুশোচনায় ভুগি। তাছাড়া আমি কোন রকম পাপ না করার সংকল্প করার পরেও অনেক সময় পাপ করে ফেলি যার জন্য আমি খুবই ব্যথিত হয়।আমি আল্লাহর উপর এবং তার নবী ও রসুল গনের উপর পূর্ণ বিশ্বাস রাখি। নিজের জ্ঞানের অভাবের কারনে না জেনে, বা বুঝে বা অনিচ্ছাই কোন কুফরি বা শিরক করে ফেললে কি বিবাহের কোন সমস্যা হবে?