আসসালামু আলাইকুম। একবোনের পক্ষ থেকে প্রশ্ন, বোনটা আমার কাছে জানতে চেয়েছে যেন প্রশ্ন করে জেনে তাকে জানাই।
বোনটা বাপের বাড়িতে দীর্ঘদিন যাবত অবস্থান করছে। এমতাবস্থায়, একদিন ইয়ার্কি করে স্বামীকে বলেছে, "তুমি যখন এখানেই রাখছ, এখন থেকে ১০ হাজার টাকা দিবা আমার খরচের জন্য"।
স্বামী তখন নিচের এই রিপ্লাই দিয়েছে,
"Tumader basay tumake rakher jonno 10k tk dite hobe,ei tk dea tumake nea asbo,allahr kosom ami tumader basay konodin r jabo na,r tumakew Jete dibo na...tumi jodi Jete chaw atai tumer ses jawa amr bari tekhe..." (তোমাদের বাসায় তোমাকে রাখার জন্য ১০ হাজার টাকা দিতে হবে! এই টাকা দিয়ে তোমাকে নিয়ে আসব, আল্লাহর কসম আমি তোমাদের বাসায় কোনোদিন আর যাবনা, আর তোমাকেও যেতে দেবনা। তুমি যদি যেতে চাও, এটাই তোমার শেষ যাওয়া আমার বাড়ি থেকে।) -লোকটা ইংরেজি ওয়ার্ডে সেইমটা লিখেছে সেইটা বোনটা আমাকে কপি করে দিয়েছে। বাংলাটা আমি লিখে দিলাম যেন সহজে বুঝা যায়।
এক্ষেত্রে দুইটা প্রশ্ন,
১. বাবার বাড়ি গেলে কি তালাক হয়ে যাবে?
২. স্বামী কসম না ভাঙলে বোনটা কি আর বাবার বাসায় যেতেই পারবেনা?
জাযাকুমুল্লাহ খাইরান।