আসসালামু আলাইকুম।
ক্ষমা করবেন এ ধরনের প্রশ্নের জন্য।
আমি মাস্টারবেশন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি। কিন্তু মাঝে মাঝে প্রায়ই নিজেকে কন্ট্রোল করতে পারিনা। তবে চেষ্টা করছিলাম খুব কড়াভাবে। (আমি যোনিতে আঙুল দেইনা, ওপরে চাপ দিয়ে এমন করি।)
আল্লাহ হেফাজত করুন।
আমি আমার আগের জীবনের কাজা রোজার জন্য একটানা ৬০ টা রোজা কাফফারা রাখার চেষ্টা করছিলাম। কিন্তু আজ যেখানে আর মাত্র ১৩ টা রোজা বাকি, আমি মাস্টারবেশন করে ফেলেছি। আর এসময় আমার মনেই ছিলো না রোজার কথা, এ হারাম কাজ করার শেষ হওয়ার পরই মনে পরেছে। এখন আমার ৪ টা প্রশ্ন : ( অনুগ্রহ করে উত্তর দিবেন..)
----------------------------
১/ আমি ফোন ব্যবহারের মাধ্যমে এ পাপ বার বার করে ফেলি, আমি দ্বীবের ইলম অর্জন এর চেষ্টাও ফোন থেকে করি, তাছাড়া অন্য কোনো কাজে ফোন দরকার হয়না। আমি যদি এখন স্মার্ট ফোন ব্যবহার সম্পূর্ণ ছেড়ে দেই এটা কি উত্তম হবে?
( পরিবারের মানুষেরও ফোন আছে, আমার ভয় হয় তাদের ফোন না ব্যবহার করে ফেলি, যদিও তারা এ বিষয়ে জানেনা। কিন্তু কোনোভাবে হলেও ফোন ব্যবহার বন্ধ করলে আমার মনে হয় এ হারাম কাজ বন্ধ হবে বা আস্তে আস্তে বন্ধ হবে,,, আমি অনলাইনে আমার উস্তাজাকে ফোন ব্যবহার ছাড়ার কথা বললে সে আমায় বলে এটা শয়তানের ওয়াসওয়াসা ইলম থেকে দূরে নেয়ার। কিন্তু সে ভাবে আমি শুধুই রিলস বা এরকম ছোট গুনাহের ভয়ে এমন বলছি কিন্তু আমি ভয়াবহ গুনাহ থেকে মুক্ত হতে চাচ্ছি।) ( গুনাহ করতে করতে ইলম অর্জনেরও যে হালত খারাপ এটাও সত্যি। কারণ গুনাহগারকে আল্লাহ তো নূর দেননা।)
আমি যদি ফোন ব্যবহার বন্ধ করে, ইলম অর্জন ছেড়ে শুধুমাত্র মা বাবার খেদমতে বা বিয়ের পর স্বামীর খেদমতে কাজে ব্যস্ত হয়ে যাই তাতে কি কিছু হবে? (আমার জেনারেলের পড়া নেই এখন) ( যদিও সন্তানের তারবিয়াতের জন্য ইলম অর্জনের ইচ্ছে ছিলো, কিন্তু আমার মনে হচ্ছে গুনাহ ছাড়াটা জরুরী, আমি যদি বিয়ের আগেই মারা যাই তখন,,,,)
২/আমার রোজা কি ভেঙ্গে গেছে? আর ভাঙলেও এটার জন্য কি আমাকে পুনরায় ৬০ টা রোজা রাখতে হবে? নাকি আজ না খেয়ে (ফরজ রোজার মতো) পরে কাজা করে নিলে হবে? সম্ভবত রমজানের আগেরদিন আমার ৬০ টা রোজা শেষ হবে,,, আমি যদি আজ থেকেই ফোন ব্যবহার অফ করে তাওবা করি এবং রমজানের রোজার পর ঈদের পরদিনই রোজাটা রেখে দেই আমার কাফফারা কি হবে? অথবা রমজানের ৩০ সহ যদি একটানা এই ৬০ টা সহ (রমজানে অসুস্থতা যদিত কাযা রোজা সহ) যদি ১০০ টা রাখি। মানে আজকেরটার জন্য ১০ টা রাখি বা এমন? কোনো উপায় আছে কি?
৩/ বিয়ে হয়নি আমার। মাঝে মাঝে যখন অস্থির লাগে তখন পাপ থেকে বাঁচতে কি করতে পারি?
৪/ এ পাপ কি ভবিষ্যতে বিয়ের পর প্রভাব ফেলবে ভবিষ্যতে স্বামীর সাথে সম্পর্কে বা বাচ্চা জন্মদানের জন্য? আমি যদি সম্পূর্ণ ফিরে আসি তাহলে কি এর ক্ষতিপূরণ সম্ভব? আমি যদি সম্পূর্ণ এটা থেকে দূরে থাকি তাহলে কি আবার স্বাভাবিক হবো?
৫/প্রায় প্রতি মাসে ২/৩ বার এমন করা হয়। আমি বুঝতে পারছি দেহের কি পরিমাণ ক্ষতি হচ্ছে । নিজের অজান্তে এ পাপে কয়েক বছর আগে ঢুকেছিলাম এখন জানার পরও ছাড়তে পারছিনা। আমি এ পাপ থেকে সম্পূর্ণ কিভাবে মুক্ত হতে পারবো?