আসসালামু আলাইকুম উস্তায।
আমি বর্তমানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষে, ঔষধবিজ্ঞান বিভাগে অধ্যায়ন করছি।
আমার বাবা, মা দুইজন ই শিক্ষক,তারা এমনিতে আমাকে খুব ভালোবাসেন, কিন্তু দ্বীনের ব্যাপার আসলে জুলুম করে ফেলেন ,আমার পরিবারে কারো দ্বীনি বুঝ নাই।তারা মানতে চায়না,তাদেরকে বলেছি আমি এই সহশিক্ষায় পড়তে চাইনা,তারা কিছুতেই মানতে চাচ্ছেন না,বলেছেন তারা আমাকে ঘরে রাখবেন না।আমি যদি চলে আসি তারা কাউকে মুখ দেখাতে পারবেন না।
এর আগেও এরকম চেষ্টা করেছি বোঝানোর, তারা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
আমার পরিবারে দ্বীনের বুঝ নেই,আমার বাবা যদিও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়েছেন, তিনি আমার পক্ষ নেন না,তিনি বাধ্য করেন পড়তে, আমার বাসায় পর্দা,দ্বীনি ইলম অর্জন কঠিন,ভার্সিটি টিকার আগে আরো কঠিন ছিলো, আমাকে আমার পরিবারের সদস্যরা টেনে হিঁচড়ে নিয়ে যেত গায়রে মাহরামের সামনে যেতে না চাইলে।ঈদের দিন পর্দা করতে পারতাম না,তাদের সাথে বোরকা,নিকাব ছাড়া বের হতে বাধ্য করতো।
ভার্সিটিতে চান্স পাওয়ার পর বাহ্যিক পর্দা করতে দেওয়া শিথিল হয়েছে।কিন্তু এখনো বাসায় বেশিক্ষণ তিলাওয়াত করলে দ্বীনি বই পড়তে দেখলে অনেক বকা শুনতে হয়।
আমি জানি সহশিক্ষা হারাম,কিন্তু আমি চেয়েও মানতে পারছিনা,ওখানে গিয়ে আমার অন্তরের হালত খারাপ হয়ে যায়,আমার শিক্ষাপ্রতিষ্ঠান বাসা থেকে সফরের দূরত্বে তাই সেখানে মেসে থাকতে হয়,আমার ভার্সিটির পরিবেশে গেলে ইবাদতে স্বাদ পাইনা,প্রতিনিয়ত মানসিক যন্ত্রণা বোধ করি যে আমি সহশিক্ষায় আছি,ভাইভা বোর্ডে স্যারদের দিতে তাকাতে হয়,এগুলো আমার আগুনের মতো লাগে,যে আমার প্রতিনিয়ত গুনাহ হচ্ছে।আমি এতো মানসিক চাপে পড়ালেখায় মন দিতে পারিনা।
আমি আল্লাহর বিধান মানতে পারছিনা বলে প্রতিনিয়ত অপরাধবোধে ভুগছি,
উস্তায এই অবস্থায় আমার কি করা উচিত?
উস্তায,আমি কি মাযুর?