কোকোলা ব্র‍্যান্ডের সফটওয়্যার এর কাজ করেন আমার মামা। তো, মামাকে দিয়ে আমি তাদেরকে প্রশ্ন করেছি চিকেন নুডলস এর ব্যাপারে। তারা বলেছে, নিশ্চিন্তে খেতে পারেন সম্পূর্ণ হালালভাবেই সবকিছু প্রডিউস করা হয়।
ওরা এমন বলার পর ও আমার মাঝে মধ্যে ওদের নুডলস বা বিস্কিট খাওয়ার সময় সন্দেহ লাগে।
এই সন্দেহ করা কি ঠিক? সন্দেহের কারণে কি খাওয়া বাদ দিব?