আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
21 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (21 points)

নিচের পরিবারটি কি যাকাতের হকদার?উনার নিসাব পরিমাণ সম্পদ আছে কিনা যদি জানা না থাকে?

 

আমি, ....., (---) বিশ্ববিদ্যালয়ের এর (--) ব্যাচের একজন শিক্ষার্থী। কিছুদিন আগেও আমার দেওয়ার মত পরিচয় বলতে এটুকুই ছিল। কিন্তু গত ৫ই আগস্ট বাংলাদেশের সাথে সাথে আমারও জীবনে আমুল পরিবর্তন এলো। আমার কোল জুড়ে আমার আব্দুল্লাহ এলো। তবে সে একা আসেনি। সৃষ্টিকর্তার কাছ থেকে নিয়ে এসেছে এক প্রানঘাতী বিরল রোগ "বিলিয়ারি এট্র্যাসিয়া"। আমার ছেলেটার জন্ম থেকেই পিত্তথলী অনুপস্থিত এবং পিত্তনালী (Bile Duct) খুবই সংকুচিত। এই রোগের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হিসেবে, ডাক্তার দের ভাষায় যেটি শুধুমাত্র একটি Time passing procedure, কাসাই (KASAI) অপারেশন নামে একটা সার্জারী করা হয়। কিন্তু আমার ছেলের ক্ষেত্রে কাসাই এরও সময় পার হয়ে গেছে। ওর ৩ মাস অতিক্রান্ত হয়ে যাওয়ায় ওর ক্ষেত্রে কাসাই এর সাকসেস রেট এখন মাত্র ১০-২০%। এমতাবস্থায় ওর বেচে থাকার একমাত্র উপায় হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট করা। আর এই লিভার ট্রান্সপ্লান্ট এর জন্য আমাদের যেতে হবে ভারতের চেন্নাইয়ের এক হাসপাতালে যার নাম রেলা ইন্সটিটিউট। হাসপাতালের ট্রান্সপ্লান্টেশন খরচ, যাতায়াত খরচ এবং অন্যান্য আনুষাঙ্গিক খরচ মিলিয়ে অনুমান করা যাচ্ছে যে মোট খরচ গিয়ে দাঁড়াবে ৬০-৭০ লাখ টাকায় যা আমাদের মত নিম্ন আয়ের এক পরিবারের জন্য মাথায় আকাশ ভেঙে পড়ার মত অবস্থা। কিন্তু ছোট থেকে এক প্রবাদ শুনে বড় হয়েছি" দশের লাঠি একের বোঝা"। আমি আশা রাখি যে সকলের ভালোবাসা এবং সহযোগিতার মাধ্যমে আমি আমার প্রানপাখিটার আয়ুকে দীর্ঘায়িত করতে পারবো ইনশাআল্লাহ। তাই সবার কাছে এই অসহায় মায়ের আকুল আবেদন, আমার ছেলেটাকে বাচাতে আমাকে সাহায্য করুন। যে যেভাবে পারে সেইভাবেই আমাদের সমর্থন করুন।

1 Answer

0 votes
by (592,140 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

https://ifatwa.info/71830/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছে, 

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলছেন

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ

যাকাত হল কেবল (১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে ও (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান।আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।(সূরা আত-তাওবাহ-৬০)

কে যাকাত খেতে পারবে?

وَلَا يُشْتَرَطُ النَّمَاءُ إذْ هُوَ شَرْطُ وُجُوبِ الزَّكَاةِ لَا الْحِرْمَانِ كَذَا فِي الْكَافِي. وَيَجُوزُ دَفْعُهَا إلَى مَنْ يَمْلِكُ أَقَلَّ مِنْ النِّصَابِ، وَإِنْ كَانَ صَحِيحًا مُكْتَسَبًا كَذَا فِي الزَّاهِدِيِّ.

অর্থাৎ-নেসাব পরিমাণ মাল(নামী তথা বাড়ন্ত হোক বা না হোক,শরীয়তে নামী মাল চার প্রকার যথা-স্বর্ণ,রূপা বা টাকা,ব্যবসার মাল,গবাদি পশু)
এর মালিক না হলে যাকাত খাওয়া যাবে যদি প্রয়োজন থাকে।তাই গায়রে নামী বা অবাড়ন্ত মালের নেসাব পরিমাণ কেউ মালিক হলে যদিও তার উপর যাকাত আসবে না তথাপিও সে যাকাতের মাল খেতে পারবে না।আর কোনো প্রকার মালই যদি কারো কাছে নেসাব পরিমাণ না থাকে তাহলে সে সুস্থ উপার্জন স্বক্ষম হওয়া সত্তেও তার জন্য যাকাতের মাল খাওয়া জায়েয আছে।
(ফাতাওয়া হিন্দিয়া-১/১৮৯) 

যে ব্যাক্তি নেসাব পরিমান সম্পদের মালিক নন,সেই ব্যাক্তি শরীয়তের পরিভাষায় ধনী নয়,সে ফকির।
সুতরাং সেই ব্যাক্তিকে যাকাত দেয়া যাবে।

আরো জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত সন্তানের পিতা যদি নেসাব পরিমান সম্পদের মালিক না হয়ে থাকেন,অথবা নেসাব পরিমান সম্পদের মালিক হয়ে থাকলেও এই মুহুর্তে যদি চিকিৎসায় তাহা খরচ হয়ে যায়,আরো টাকার প্রয়োজন হয়,সেক্ষেত্রে তার সন্তানের চিকিৎসার জন্য যাকাত এর টাকা দেয়া যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...