নিচের পরিবারটি কি যাকাতের হকদার?উনার নিসাব পরিমাণ সম্পদ আছে কিনা যদি জানা না থাকে?
আমি, ....., (---) বিশ্ববিদ্যালয়ের এর (--) ব্যাচের একজন শিক্ষার্থী। কিছুদিন আগেও আমার দেওয়ার মত পরিচয় বলতে এটুকুই ছিল। কিন্তু গত ৫ই আগস্ট বাংলাদেশের সাথে সাথে আমারও জীবনে আমুল পরিবর্তন এলো। আমার কোল জুড়ে আমার আব্দুল্লাহ এলো। তবে সে একা আসেনি। সৃষ্টিকর্তার কাছ থেকে নিয়ে এসেছে এক প্রানঘাতী বিরল রোগ "বিলিয়ারি এট্র্যাসিয়া"। আমার ছেলেটার জন্ম থেকেই পিত্তথলী অনুপস্থিত এবং পিত্তনালী (Bile Duct) খুবই সংকুচিত। এই রোগের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হিসেবে, ডাক্তার দের ভাষায় যেটি শুধুমাত্র একটি Time passing procedure, কাসাই (KASAI) অপারেশন নামে একটা সার্জারী করা হয়। কিন্তু আমার ছেলের ক্ষেত্রে কাসাই এরও সময় পার হয়ে গেছে। ওর ৩ মাস অতিক্রান্ত হয়ে যাওয়ায় ওর ক্ষেত্রে কাসাই এর সাকসেস রেট এখন মাত্র ১০-২০%। এমতাবস্থায় ওর বেচে থাকার একমাত্র উপায় হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট করা। আর এই লিভার ট্রান্সপ্লান্ট এর জন্য আমাদের যেতে হবে ভারতের চেন্নাইয়ের এক হাসপাতালে যার নাম রেলা ইন্সটিটিউট। হাসপাতালের ট্রান্সপ্লান্টেশন খরচ, যাতায়াত খরচ এবং অন্যান্য আনুষাঙ্গিক খরচ মিলিয়ে অনুমান করা যাচ্ছে যে মোট খরচ গিয়ে দাঁড়াবে ৬০-৭০ লাখ টাকায় যা আমাদের মত নিম্ন আয়ের এক পরিবারের জন্য মাথায় আকাশ ভেঙে পড়ার মত অবস্থা। কিন্তু ছোট থেকে এক প্রবাদ শুনে বড় হয়েছি" দশের লাঠি একের বোঝা"। আমি আশা রাখি যে সকলের ভালোবাসা এবং সহযোগিতার মাধ্যমে আমি আমার প্রানপাখিটার আয়ুকে দীর্ঘায়িত করতে পারবো ইনশাআল্লাহ। তাই সবার কাছে এই অসহায় মায়ের আকুল আবেদন, আমার ছেলেটাকে বাচাতে আমাকে সাহায্য করুন। যে যেভাবে পারে সেইভাবেই আমাদের সমর্থন করুন।