ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মযী নাজাসতে গালিজা। এক দিরহাম থেকে বেশী কাপড়ে লাগরে, এদ্বারা নামায হবে না। যদি এক দিরহামের চেয়ে কম থাকে, তাহলে নামাযকে দোহড়ানোর কোনো প্রয়োজনিয়তা নাই। হ্যা, এক দিরহাম থেকে বেশী হলে, যেহেতু আপনি জানেন না যে মযী কখন বের হয়েছে, তাই দ্বারা আপনি সম্পূর্ণ ৪ রাকাত নামায দোহড়িয়ে নিবেন।
المبسوط للسرخسی (60/1):
"قلت: فَإِن أصَاب يَده بَوْل أَو دم أَو عذرة أَو خمر هَل ينْقض ذَلِك وضوءه؟ قَالَ: لَا وَلَكِن يغسل ذَلِك الْمَكَان الَّذِي أَصَابَهُ. قلت: فَإِن صلى بِهِ وَلم يغسلهُ؟ قَالَ: إِن كَانَ أَكثر من قدر الدِّرْهَم غسله وَأعَاد الصَّلَاة وَإِن كَانَ قدر الدِّرْهَم أَو أقل من قدر الدِّرْهَم لم يعد الصَّلَاة"