আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
34 views
in সালাত(Prayer) by (16 points)
আসসালামু আলাইকুম
মুহতারাম
আমি একদিন ফজরের পর গোসল সেরে পবিত্র হয়ে বাকি চার ওয়াক্ত নামাজ আদায় করি।
ইশার সলাত শেষে খেয়াল করলাম কাপড়ে এক চিমটি পরিমাণ মযীর দাগ।
এর মধ্যে দুই ওয়াক্ত নামাজের আগে ওযু করেছি। তবে মযী  ঠিক কখন বের হয়েছে  এবং কাপড়ে কখন দাগ পড়েছে তাও বলতে পারি না ।
আমি পরে যে দুই ওয়াক্ত নামাজের আগে ওযু করিনি সেগুলো দোহরিয়ে নিয়েছি।
এখন আমার জিজ্ঞাসা হল এ ধরনের পরিস্থিতিতে মুসল্লিদের জন্য শরীয়া বিধান কি? আমার কি চার ওয়াক্ত নামাজ ই পুনরায় আদায় করতে হবে যেহেতু আমি জানিনা কখন মযী বের হয়েছে...?

1 Answer

0 votes
by (616,950 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মযী নাজাসতে গালিজা। এক দিরহাম থেকে বেশী কাপড়ে লাগরে, এদ্বারা নামায হবে না। যদি এক দিরহামের চেয়ে কম থাকে, তাহলে নামাযকে দোহড়ানোর কোনো প্রয়োজনিয়তা নাই। হ্যা, এক দিরহাম থেকে বেশী হলে, যেহেতু আপনি জানেন না যে মযী কখন বের হয়েছে, তাই দ্বারা আপনি সম্পূর্ণ ৪ রাকাত নামায দোহড়িয়ে নিবেন।
المبسوط للسرخسی (60/1):
"قلت: فَإِن أصَاب يَده بَوْل أَو دم أَو عذرة أَو خمر هَل ينْقض ذَلِك وضوءه؟ قَالَ: لَا وَلَكِن يغسل ذَلِك الْمَكَان الَّذِي أَصَابَهُ. قلت: فَإِن صلى بِهِ وَلم يغسلهُ؟ قَالَ: إِن كَانَ أَكثر من قدر الدِّرْهَم غسله وَأعَاد الصَّلَاة وَإِن كَانَ قدر الدِّرْهَم أَو أقل من قدر الدِّرْهَم لم يعد الصَّلَاة"


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 93 views
...