একজন সরকারি ব্যাংকের (সোনালি ব্যাংকের)কর্মকর্তা বিয়ের প্রস্তাব দিয়েছেন।
সোনালী ব্যাংকের প্রধান সেবাগুলো হচ্ছে Corporate Banking, Project Finance, SME Financing, Consumer Loan, Trade Financing, আন্তর্জাতিক বাণিজ্য, ঋণ সিন্ডিকেশন, বৈদেশিক মুদ্রার লেনদেন, গ্রামীণ ও ক্ষুদ্র ঋণ, এনজিও-লিঙ্কেজ ঋণ, বিনিয়োগ, সরকারী ট্রেজারি ফাংশন, মানি মার্কেট অপারেশন, ক্যাপিটাল মার্কেট অপারেশন, রেমিটেন্স, লকার ইত্যাদি।
এছাড়া সোনালী ব্যাংক বাংলাদেশ সরকারের বিভিন্ন সেবা প্রদানে কাজ করে। যেমন, বেতন ভাতা পরিশোধ, বিল সংগ্রহ, রাজস্ব আদায় ইত্যাদি। একই সাথে কেন্দ্রীয় ব্যাংকের হয়েও সোনালী ব্যাংক অনেক কার্যক্রম সম্পাদন করে।
উক্ত বিষয়গুলো উল্লেখ করার অন্যতম কারণ হলো,ব্যাংকের কার্যক্রম সাধারণত সুদের ব্যবসার সাথে সম্পৃক্ত থাকে।তাই আমি ওনাদের প্রতিষ্ঠানিক কার্যক্রমগুলো বস্তুত সুদের ব্যবসার সাথে জড়িত কিনা বুঝতে সক্ষম হচ্ছি না।উপরন্তু আমার অভিভাবকগণ পাত্র যেহেতু সরকারি চাকরি সেহেতু উপার্জনের উৎস হালাল নাকি হারাম বিবেচনাযোগ্য নয় মনে করেন এবং ওনাদের দ্বীনের পর্যাপ্ত জ্ঞান নেই।আমি হিকমতের সহিত বুঝালেও বুঝাতে সক্ষম হয় নি!ওনারা উক্ত পাত্রের সাথে জোরপূর্বক বিয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন আমাকে।এমতাবস্থায় আমি কি করতে পারি? আর উল্লেখিত ব্যাংকের সেবাগুলো পর্যবেক্ষণ করে উক্ত সরকারি প্রতিষ্ঠানটি কি হারামের সাথে জড়িত কিনার জানানোর অনুরোধ রইল।