আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
27 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
একজন সরকারি ব্যাংকের (সোনালি ব্যাংকের)কর্মকর্তা বিয়ের প্রস্তাব দিয়েছেন।

সোনালী ব্যাংকের প্রধান সেবাগুলো হচ্ছে Corporate Banking, Project Finance, SME Financing, Consumer Loan, Trade Financing, আন্তর্জাতিক বাণিজ্য, ঋণ সিন্ডিকেশন, বৈদেশিক মুদ্রার লেনদেন, গ্রামীণ ও ক্ষুদ্র ঋণ, এনজিও-লিঙ্কেজ ঋণ, বিনিয়োগ, সরকারী ট্রেজারি ফাংশন, মানি মার্কেট অপারেশন, ক্যাপিটাল মার্কেট অপারেশন, রেমিটেন্স, লকার ইত্যাদি।

এছাড়া সোনালী ব্যাংক বাংলাদেশ সরকারের বিভিন্ন সেবা প্রদানে কাজ করে। যেমন, বেতন ভাতা পরিশোধ, বিল সংগ্রহ, রাজস্ব আদায় ইত্যাদি। একই সাথে কেন্দ্রীয় ব্যাংকের হয়েও সোনালী ব্যাংক অনেক কার্যক্রম সম্পাদন করে।

উক্ত বিষয়গুলো উল্লেখ করার অন্যতম কারণ হলো,ব্যাংকের কার্যক্রম সাধারণত সুদের ব্যবসার সাথে সম্পৃক্ত থাকে।তাই আমি ওনাদের প্রতিষ্ঠানিক কার্যক্রমগুলো বস্তুত  সুদের ব্যবসার সাথে জড়িত কিনা বুঝতে সক্ষম হচ্ছি না।উপরন্তু আমার অভিভাবকগণ পাত্র যেহেতু সরকারি চাকরি সেহেতু উপার্জনের উৎস হালাল নাকি হারাম বিবেচনাযোগ্য নয় মনে করেন এবং ওনাদের দ্বীনের পর্যাপ্ত জ্ঞান নেই।আমি হিকমতের সহিত বুঝালেও বুঝাতে সক্ষম হয় নি!ওনারা উক্ত পাত্রের সাথে জোরপূর্বক বিয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন আমাকে।এমতাবস্থায় আমি কি করতে পারি? আর উল্লেখিত ব্যাংকের সেবাগুলো পর্যবেক্ষণ করে উক্ত সরকারি প্রতিষ্ঠানটি কি হারামের সাথে জড়িত কিনার জানানোর অনুরোধ রইল।

1 Answer

0 votes
by (616,950 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বামীর উপার্জন যদি হারাম থাকে বা স্বামী সম্পদের অধিকাংশ যদি হারাম থাকে,তাহলে স্ত্রীর জন্য উচিৎ নিজ মাল থাকলে সেই মাল থেকে খোরাকি গ্রহণ করা।তবে সে চাইলে স্বামীর মাল থেকেও খোরাকি নিতে পারবে।তবে এক্ষেত্রে না নেয়াই উত্তম।স্ত্রীর কোনো প্রকার মাল না থাকলে সে স্বামীর উক্ত সম্পত্তি থেকে প্রয়োজন পর্যন্ত খোরাকি নিতে পারবে।
রদ্দুল মুহতারে বর্ণিত রয়েছে,
وَفِي جَامِعِ الْجَوَامِعِ: اشْتَرَى الزَّوْجُ طَعَامًا أَوْ كِسْوَةً مِنْ مَالٍ خَبِيثٍ جَازَ لِلْمَرْأَةِ أَكْلُهُ وَلُبْسُهَا وَالْإِثْمُ عَلَى الزَّوْج ِتَتَارْخَانِيَّةٌ
যদি স্বামী সন্দেহজনক মাল দ্বারা খাদ্য বা কাপড় ক্রয় করে,তাহলে স্ত্রীর জন্য উক্ত খাদ্য এবং কাপড়-কে গ্রহণ করা জায়েয রয়েছে। গোনাহ অবশ্য স্বামীরই হবে।(তাতারখানিয়া)(রদ্দুল মুহতার-৬/১৯১)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/782

প্রশ্নকারী প্রিয় দ্বীনী ভাই/বোন!
খোজ নিয়ে দেখেন, পাত্রর ইনকাম হারাম কি না? তার চাকুরী সুদ সম্পর্কিত কি না? যদি সুদ সম্পর্কিত হয়, তাহলে পরিবারকে বুঝিয়ে শুনিয়ে এমন পাত্রকে বিয়ে না করাই মুনাসিব।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...