অনেক দিন আগে এই প্রশ্নটা করসিলাম কিন্ত জবাব দেন নাই গতকালকে ও করসি ওয়াস ওয়াসা বলে এড়িয়ে দিলেন জবাব দেন নাই তাই এখন আবার পুনরায় প্রশ্নটা করলাম এই আইডি দিয়ে এইযে, https://ifatwa.info/108470/, এই প্রশ্ন এর জবাব পাইনাই এইবার অন্তত দিয়েন অনুরোধ এই প্রশ্ন অনুযায়ী নিচের জিজ্ঞাসা,
আমার ইমানে এবং বিবাহিত সম্পর্কে এইসব এর জন্য কোন রকম এর সমস্যা তো হবে না❓
আমি google drive এর পিক টা ও এখনো ফোন এ সেভ করে রাখসি যেন আপনারা দেখতে পারেন যদি ফোন থেকে মুছে ফেললে আবার দেখতে অসুবিধা হয় তাই so উস্তাদ রা মায়া করে হলে ও আমাকে সমাধান দেন প্লিস অনুরোধ করতাসি।এই কথা টা কমেন্ট এ ও বলেছি উপরের যেই প্রশ্নের লিংক দিয়েছে ওইটাই দেখলেই বুজবেন তো আশা করি এইবার জবাব দিবেন।
আরেকটা প্রশ্ন : আমি আমার অপর আইডি দিয়ে প্রথমে উপরের প্রশ্নটা করার পরে সাবমিট এ ক্লিক করসি তো ক্লিক করার পরে সাবমিট না হয়ে এই লেখা উঠছে :Too many questions received - please try again in an hour। তো আমার কথা হচ্চে এতে আমার কোন সমস্যা তো হবে না ❓
হুজুর আরেকটা প্রশ্ন তা হল: om/ওম এইটা হিন্দুদের শব্দ তা তো জানেনি তো এই বাক্য টা লেখার সময় বা এই বাক্য টুকু লেখার আগে বা শুরু তে যদি মনে এমন চিন্তা ভাবনা আসে বা এমন চিন্তা ভাবনা থাকে এইটা তো হিন্দুদের Om শব্দ কিন্ত তাও তখন বা এরপরে বাক্য টা লেখি এতে কি ইমানে কোন সমস্যা হবে ❓