ছেলে বিবাহিত মেয়ে বিধবা গোপনে বিয়ে (শারীরিক সম্পর্ক এবং আর্থিক লেনদেন ছাড়া কোনো হক আদায় হয় না) কেউ জিজ্ঞেস করলে স্বামী নেই বলে।
এটা কি জায়েয হবে?
আমার স্বামীর পরিবারের তার মা এবং নানি ছিল। তার নানা দ্বিতীয় বিয়ে করায় তার নানি সংসার করেনি। তার মামা এর কর্ম বিমুখ ছিলেন মার কোনো দেখভাল, ভরণপোষণ দেয়নি।
বাড়িতে কিছু ঝামেলা র কারণে এখন সে ঢাকায় চাকুরী করেন।
আমার শাশুড়ি বাবার বাড়িতে কিছু জায়গা আছে। কিছু হলেই বলে ঐ খানে বাড়ি করে দিতে চলে যাবে।আমরা ও চাই এখন গ্ৰাম এ বাড়ি করে দিতে। মা এবং নানি ভরণ পোষণ আমার স্বামী দিবেন ইন শা আল্লাহ।এতে কি কোনো গুন্নাহ্ হবে?